Shreyas Iyer Refuses To Play Ranji Match Citing Back Pain, NCA Head Claims He Is Totally Fit

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে অংশগ্রহণ করার অনীহা নিয়ে শোরগোল ভারতীয় ক্রিকেট মহলে। ঈশান কিষাণকে নিয়ে বিতর্ক ছিলই। এবার সেই তালিকায় নতুন সংযোজন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স। রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড (BCCI) ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট অংশগ্রহণ করার অনীহায় বিরুক্ত। ফিট ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং তা না হলে, পরিণামে কড়া শাস্তি পেতে হতে পারে বিসিসিআই সভাপতি জয় শাহ গত সপ্তাহেই জানিয়েছিলেন। তাই জাতীয় দল থেকে বাদ পড়লেও রঞ্জিতে মুম্বইয়ের হয়ে শ্রেয়স আইয়ার মাঠে নামবেন বলেই খবর ছিল। কিন্তু শ্রেয়স নিজেকে মুম্বইয়ের রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরিয়ে নেন।

রিপোর্ট অনুযায়ী শ্রেয়স মুম্বইয়ের নির্বাচকদের জানান তাঁর পিঠে ব্যথা রয়েছে এবং সেই কারণেই তিনি বঢ়োদার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরেও তিনি পিঠে ব্যথার কথা জানিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। নির্বাচকরা চেয়েছিলেন শ্রেয়স রঞ্জি ট্রফির ম্যাচ খেলে দীর্ঘ সময় ব্যাটিং করুন যাচে তাঁর পিঠেও দীর্ঘ ইনিংসের ধকল সামলানোয় অভ্যস্ত হয়ে যায়। কিন্তু শ্রেয়সের তরফে জানানো হয় তাঁর পক্ষে রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে মাঠে নামা সম্ভব নয়। 

তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিজ্ঞান এবং ওষুধ বিভাগের প্রধান নীতিন পটেলের দাবি সম্পূর্ণই তিনি। বোর্ডকে এক ইমেলে তিনি নাকি জানিয়েছেন শ্রেয়সের নতুন কোনওরকম চোট নেই। সেই মেলেই দাবি করা হয় ভারত তথা মুম্বইয়ের মিডল অর্ডার ব্যাটার সম্পূর্ণ ফিট। দিনকয়েক আগেই ঈশান কিষাণ ঝাড়খণ্ডের হয়ে মাঠে না নামার সিদ্ধান্ত নেন। যার পরেই কড়া বার্তা দিতে কার্যত বাধ্য হয়েছিলেন জয় শাহ। তবে তাঁর হুঁশিয়ারির পরেও শ্রেয়সের এহেন কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটমহলে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার। শ্রেয়স আদৌ এর জেরে কোনও শাস্তি পান কি না, সেইদিকেও ক্রিকেটমহলের নজর থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নিলামে দল পাননি, অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্সে নাইট শিবিরে ঢুকে পড়তে পারেন সরফরাজ