Shubman Gill Not Bothered About Kohli, Bumrah Absence Puts Faith On Youngsters Ahead Of 4th Test Vs ENG

রাঁচি: গোটা সিরিজ়ে নেই বিরাট কোহলি, চোট কেএল রাহুলের, চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকেও। তাও দলের সাফল্যের বিষয়ে কিন্তু আশাবাদী শুভমন গিল (Shubman Gill)। রাঁচিতে চতুর্থ টেস্টের আগে তারুণ্যের জয়গানই শোনা গেল ভারতীয় তারকা ক্রিকেটারের গলায়।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গিল বলেন, ‘বিরাট কোহলি আমাদের সঙ্গে তিন ম্যাচ ধরে নেই। ওঁর মতো একজন খেলোয়াড়ের অনুপস্থিতি তো অবশ্যই বড় ধাক্কা। তবে ওঁর জায়গায় সরফরাজ খান দলে সুযোগ পেয়ে তো দুর্দান্ত ব্যাটিং করেছে। নতুন খেলোয়াড়রা দলে সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগ কাজেও লাগাচ্ছে। কোহলির মতো বুমরার না খেলাটাও বড় মিস। ওঁ আমাদের ফাস্ট বোলিং বিভাগকে নেতৃত্ব দেয়। কিন্তু মহম্মদ সিরাজও গত ম্যাচে চার উইকেট নিয়েছে। আমাদের সব ফাস্ট বোলারই ভারতীয় পরিবেশে বল রিভার্স স্যুইং করানোয় দক্ষ। তরুণরা সিনিয়রদের অনুপস্থিতিতে যেভাবে পারফর্ম করেছে, তা প্রশংসা পাওয়ারই যোগ্য। সিনিয়রা না থাকার ফলে যে ওদের সামনে এই বড় সুযোগটা এসেছে, সে বিষয়ে সকলেই অবগত এবং সকলেই কিন্তু সুযোগটাকে কাজেও লাগিয়েছে।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নিলামে দল পাননি, অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্সে নাইট শিবিরে ঢুকে পড়তে পারেন সরফরাজ