Sukanta Majumder: আহত হওয়ার ৮ দিনের মাথায় সন্দেশখালিতে সুকান্ত মজুমদার

পুলিশি বাধা পেরিয়ে সন্দেশখালি পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালি যেতে গিয়ে টাকিতে আহত হওয়ার ৮ দিনের মাথায় সেখানে পৌঁছলেন তিনি। এদিনও সুকান্তবাবুকে বাধা দেয় পুলিশ। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ সন্দেশখালি পৌঁছন সুকান্তবাবু।

এদিন দুপুরে বসিরহাট সংশোধনাগারে বন্দি বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান সুকান্তবাবু। কিন্তু প্রথমে সুকান্তবাবুকে জেলে ঢুকতে দিতে চাননি জেল সুপার। সুকান্তবাবু বলেন, আমাদের ১১ জন নির্দোষ কর্মীকে পুলিশ জেলে আটকে রেখে দিয়েছে। তাদের সঙ্গে দেখা করতে চাইছি কিন্তু, সুপার অনুমতি দিচ্ছে না। আমরা তো ওদের জেল ভেঙে নিয়ে যাব না। শুধু দেখা করে ওদের কুশল জানব। বেশ কিছুক্ষণ দড়ি টানাটানির পর প্রয়োজনীয় নথি জমা দিয়ে জেলে ঢোকেন সুকান্তবাবু।

জেল থেকে বেরিয়ে সুকান্তবাবু জানান, তিনি সন্দেশখালি যাবেন। ধামাখালি ঘাট পেরিয়ে বিকেল সাড়ে ৪টে নাগাদ সন্দেশখালিতে পৌঁছন তিনি। সেখানে খেয়া ঘাটে তাঁকে স্বাগত জানাতে আসেন বিজেপি নেতা কর্মীরা। শঙ্খ বাজিয়ে ফুল ছড়িয়ে তাঁকে স্বাগত জানানো হয়। খেয়া ঘাট থেকে সোজা গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিংয়ের বাড়ি চলে যান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

বলে রাখি, গত ১৪ ফেব্রুয়ারি টাকি থেকে সন্দেশখালি যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সুকান্তবাবু। পুলিশের গাড়ির বনেটে উঠে সন্দেশখালি যেতে দেওয়ার দাবি জানাতে থাকেন তিনি। তখনই ধাক্কাধাক্কিতে গাড়ি থেকে পড়ে গিয়ে চোট পান রাজ্য বিজেপি সভাপতি। যার জেরে ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় তাঁকে।