WPL 2024 When and where to watch date time live streaming live broadcast venue and other details

বেঙ্গালুরু: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডব্লিউপিএলের (WPL 2024) দ্বিতীয় মরশুম। প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথম ম্যাচে তাদের সামনে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যারা আগের বার ফাইনালে হেরে রানার আপ হয়েছিল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচটি।

ভেন্যু?

পাঁচ দলের টুর্নামেন্টে মোট ২২টি ম্যাচ খেলা হবে। তবে শুধু বেঙ্গালুরু নয়, খেলাগুলি হবে দুই কেন্দ্রে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ও নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রথম পর্বের সব ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সব ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ৫ মার্চ থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচ হবে নয়াদিল্লিতে। এলিমিনেটর ও ফাইনালও হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। ১৫ মার্চ হবে এলিমিনেটর। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল।

টুর্নামেন্টের ফর্ম্যাট

ফর্ম্যাট গতবারের মতোই। দলের সংখ্যাও গতবারের মতো পাঁচটিই। প্রত্যেক দল বাকি চার দলের সঙ্গে দুবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে যে দল, তারা সরাসরি ফাইনালে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দল এলিমিনেটর খেলবে। যে ম্যাচের বিজয়ীরা পৌঁছে যাবে ফাইনালে। গতবারের সঙ্গে তফাত বলতে, এবার একদিনে দুই ম্যাচ নেই।

ম্যাচের সময়

সবকটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০-এ। তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধ্যা ৭টায় হবে টস। তবে ডব্লিউবিবিএলের মতো ব্যাট ফ্লিপ করে নয়, টস হবে মুদ্রা দিয়েই।

ইমপ্যাক্ট প্লেয়ার?

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হয়ে গেলেও ডব্লিউপিএলে সেই নিয়ম নেই। একমাত্র কনকাশন সাব রয়েছে।

ডিআরএস থাকবে?

প্রত্যেক ম্যাচই টিভিতে সরাসরি দেখানো হবে। প্রত্যেক ইনিংসে প্রত্যেক দলের হাতে দুটি করে ডিআরএস থাকবে। ওয়াইড ও নো বলও ডিআরএস নিয়ে যাচাই করা যাবে।

কোথায় দেখা যাবে ম্যাচ

টিভিতে সরাসরি ম্যাচের সম্প্রচার হবে স্পোর্টস ১৮ এইচডি/এসডি চ্যানেলে।

অনলাইন স্ট্রিমিং

স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং।

 

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শুধু টেকনিক নয়, দেখাতে হবে সাহসও, বাংলার উঠতি ক্রিকেটারদের বার্তা দাদার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন