India vs England debutant pacer Akash Deep hands over test cap to his mother ahead of Ranchi Test

রাঁচি: নম্বর ৩১৩। শুক্রবারের পর থেকে এই সংখ্যার সঙ্গে জড়িয়ে গেল বাংলাও। কারণ, শুক্রবার দেশের জার্সিতে টেস্ট অভিষেক হল আকাশ দীপের (Akash Deep Debut)। রাঁচিতে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) চতুর্থ টেস্টের আগে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। টেস্ট ক্যাপ নম্বর ৩১৩। যে ঘটনার ভিডিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

আকাশের হাতে টেস্ট ক্যাপ তুলে দিয়ে দ্রাবিড় বললেন, ‘আকাশ তোমার সফর শুরু হয়েছিল বাড্ডি নামের এক ছোট্ট গ্রাম থেকে। যে গ্রাম এখান থেকে (পড়ুন রাঁচি থেকে) দুশো কিলোমিটার দূরে। অনেক কঠিন সময় কেটেছে। অনেক কষ্ট সহ্য করেছো। পরিশ্রম করেছো। অনেক চড়াই উৎরাই দেখেছো। ক্রিকেট খেলার জন্য একাই বাড্ডি থেকে দিল্লি পাড়ি দিয়েছিলে। ২০০৭ সালের বিশ্বকাপ থেকে অনুপ্রেরণা নিয়ে। দিল্লিতে অনেক চেষ্টা করেছিলে। সেখানে না হওয়ায় বাংলায়, কলকাতায় চলে গিয়েছিলে। ঘরোয়া ক্রিকেট খেলেছো, খুব ভাল পারফরম্যান্স করেছো। তোমার সফর একটা বৃত্ত সম্পূর্ণ করে ফের রাঁচিতে ফিরে এসেছো। তোমার গ্রামের বাড়ি থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে। এখানে এসে ইন্ডিয়া ক্যাপ পেলে।’

আন্তর্জাতিক ক্রিকেটে আকাশের অভিষেকের মুহূর্তে হাজির ছিলেন তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। দ্রাবিড় আকাশকে বলেন, ‘খুব খুশি যে, তোমার মা এখানে এসেছে। তোমাদের পরিবারের লোকেরাও আছে। দুঃখের বিষয় যে, তোমার বাবা ও দাদা বেঁচে নেই। তবে যেখানেই থাকুক ওঁরা, তোমাকে আশীর্বাদ করছেন। আমাদের গোটা দল তোমার পাশে রয়েছে। মুহূর্তটা উপভোগ করো। এই ম্যাচ উপভোগ করো। এখানে পৌঁছতে প্রচুর পরিশ্রম করেছো। তোমার স্বপ্ন ছিল এটা। সেই স্বপ্নপূরণে আমরা যে তোমার পাশে থাকতে পারছি, তাতে ভীষণ খুশি। এই পাঁচদিন আর তোমার বাকি পুরো কেরিয়ার উপভোগ করো। খুব আনন্দের সঙ্গে ভারতের ৩১৩ নম্বর টেস্ট ক্যাপ তুলে দিচ্ছি তোমার হাতে।’

টেস্ট ক্যাপ পেয়ে উচ্ছ্বসিত আকাশও। বলেন, ‘ভারতের হয়ে টেস্ট খেলা আমার স্বপ্ন ছিল। আমার গ্রাম কাছাকাছি। পরিবারের অনেকে এসেছে। খুব খুশি সকলে।’ যোগ করেন, ‘এই ম্যাচে আমার দায়িত্বও অনেক। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। তাতেই মনোনিবেশ করছি।’ আকাশের মা বলেন, ‘খুব ভাল লাগছে, ভাষায় বলে বোঝাতে পারব না।’

আরও পড়ুন: আইপিএল শুরু কবে? ইডেনে কবে নামছে কেকেআর? ঘোষণা করা হল সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন