Ishan Kishan and Shreyas Iyer are likely to lose their BCCI central contracts get to know

মুম্বই: রঞ্জি ট্রফি থেকে সরে দাঁড়িয়েছিলেন। যার পরিণতি বোর্ডের (BCCI) রোষের মুখে পড়তে হয়েছিল ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। বিভিন্ন কারণ দেখিয়ে ভারতের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন ২ তরুণ ক্রিকেটার। এবার শোনা যাচ্ছে যে আরও বড় শাস্তি হয়ত অপেক্ষা করছে এই দুই জনের জন্য। সেক্ষেত্রে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়তে পারেন তাঁরা। 

সূত্রের খবর, ঈশান কিষাণের তরফে জানানো হয়েছে যে তিনি আইপিএলের আগে নিজের টেকনিক নিয়ে পরিশ্রম করছেন। অনুশীলন করছেন চুটিয়ে। অন্যদিকে ব্যাক স্পাজমের জন্য মাঠের বাইরে নাকি শ্রেয়স। তবে বোর্ড নাকি এই কারণগুলোকে আমল দিচ্ছেন না। বিশেষ করে রঞ্জি ট্রফি থেকে দুই তরুণ নিজেকে সরিয়ে নেওয়াকে একেবারেই ভাল চোখে দেখছে না বিসিসিআই। তাই এবার চুক্তির আওতা থেকে বাদ দেওয়া হতে পারে ২ ক্রিকেটারকে। জাতীয় দলের ২ অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে রঞ্জি খেলছেন। তাঁরা জাতীয় দল থেকে বাদ পড়েও যেখানে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন, সেখানে কেন ২ তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। 

ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ঈশান। অন্য়দিকে প্রথম দুটো টেস্টে শ্রেয়স আইয়ার খেললেও, সিরিজের শেষ তিন টেস্টে দল থেকে সরে দাঁড়ান। ব্যাক স্পাজমের জন্য়ই বোর্ডকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। তবে চুক্তি হারানোর বিষয় শোনা গেলেও শ্রেয়সের ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে গত ওয়ান ডে বিশ্বকাপে দেশের জার্সিতে ব্যাট হাতে সফল হয়েছিলেন শ্রেয়স। ফলে শুধুমাত্র রঞ্জি খেলছেন না বলে তাঁকে চুক্তির বাইরে রাখা হবে বলে মনে হয় না।

উল্লেখ্য, বোর্ডের তরফে সব ক্রিকেটারকেই ঘরোয়া ক্রিকেট খেলার নিদান দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, আইপিএলের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতেই কি ঘরোয়া ক্রিকেটের সেরা টুর্নামেন্ট এড়িয়ে যাচ্ছেন ঈশানরা? এই তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় ক্রিকেটার। তিনি দীপক চাহার। বাবার অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার। এছাড়াও তিনি কিছুদিন আগে জানিয়েছিলেন যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রেখেছেন। বোর্ডের তরফে অবশ্য রঞ্জি খেলতে বলা হয়েছিল দীপককে। কিন্তু সেই কথা শোনেননি এই পেসার।

আরও দেখুন