WPL 2024 opening ceremony Highlights: Shah Rukh Khan sets stage alight as five captains kickstart second season

বেঙ্গালুরু: চাঁদের হাট বললেও কম বলা হয় সম্ভবত। ডব্লিউপিএলের (WPL 2024) উদ্বোধনে কে ছিলেন না?

শাহিদ কপূর, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্র, বলিউডের তারকারা সকলেই হাজির মঞ্চ মাতাতে। তবে শো স্টপার একজনই। শাহরুখ কিংগ খান (Shah Rukh Khan)। ডব্লিউপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়ে রাখলেন বলিউডের বাদশা।

তিনি নিজে ক্রিকেটের সঙ্গে যুক্ত। আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম মালিক শাহরুখ। ক্রিকেট নিয়ে ভীষণই আবেগপ্রবণ শাহরুখ। শুক্রবার বেঙ্গুলুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি এসআরকে-ই। ঝুমে জো পাঠান গানের তালে নেচে মাতালেন। 

মহিলা ক্রিকেটারদের নিজের বিখ্যাত পোজও শেখান বলিউড বাদশা। আর জানান, এই দেশ নারীশক্তির উপর নির্ভরশীল। শাহরুখ বলেন, সমস্ত জায়গায় মেয়েরাই নেতৃত্ব দিচ্ছেন। আর যে দেশের ভিত নারীশক্তির বলিষ্ঠ কাঁধে থাকে, সেখানে মহিলাদের কেউ রুখতে পারে না। 

গত মরশুম থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগে শুরু হয়েছে মহিলাদের এই আইপিএল। গতবার ফাইনালে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস।

 

প্রথমবারের মহিলাদের আইপিএল জিতে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল মুম্বই। গতবারের ফাইনালিস্ট দুই দলই এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি। তার আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম মাতিয়ে রাখলেন বলিউডের তারকারা।

গতবার শুরু হয়েছিল ডব্লিউপিএল। পাঁচ দলের টুর্নামেন্টে মোট ২২টি ম্যাচ খেলা হবে। তবে শুধু বেঙ্গালুরু নয়, খেলাগুলি হবে দুই কেন্দ্রে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ও নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রথম পর্বের সব ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত সব ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ৫ মার্চ থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি হবে নয়াদিল্লিতে। এলিমিনেটর ও ফাইনালও হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। ১৫ মার্চ হবে এলিমিনেটর। ১৭ মার্চ হবে ডব্লিউপিএলের ফাইনাল। তার ঠিক পাঁচদিনের মাথায় শুরু আইপিএল।

 

আরও পড়ুন: বল হাতে যেন বুলেট! আকাশ দীপকে দলে নিতে জরুরি বৈঠক হয়েছিল সৌরভের সঙ্গে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন