এনআরবি–পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে ২৫ জনকে সম্মাননা

সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য ১২টি বিভাগে এনআরবি ও পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন সম্মাননা পেলেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা ২৫ ব্যক্তি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। 

তিনদিন ব্যাপী আয়োজিত এই সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, মুক্তিযোদ্ধা ও গবেষক ড. নুরুন নবী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুচরিতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক রতন সিদ্দিকী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন ও স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।

রামেন্দু মজুমদার বলেন, ‘বিদেশে বসে যারা বাংলা সাহিত্য চর্চা করেন তারা বুকে এক টুকরো বাংলাদেশ বহন করেন। শুধু বাংলাদেশি কমিউনিটির সামনে নয়, সেই দেশের স্থানীয়দের সামনেও বাংলা সাহিত্য তুলে ধরতে হবে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রচারের জন্য বিদেশে বঙ্গবন্ধুর নামে সাংস্কৃতিক কেন্দ্র চালু করতে পারে সরকার। এর মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতি সারা বিশ্বে আরও ছড়িয়ে পড়বে। বাংলা সাহিত্যের প্রচারের জন্য অনুবাদেও গুরুত্ব দিতে হবে।’

আতিউর রহমান বলেন, ‘যারা পুরস্কার পেলেন সবাইকে অভিনন্দন। যারা প্রবাসে বাংলা সাহিত্য সংস্কৃতির চর্চা করছেন তারা আমাদের গৌরব বৃদ্ধি করছেন, তারা আমাদের দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ রকম সম্মেলনের উদ্যোগ নেওয়া অসাধারণ কাজ। এটি ইতিহাসে স্থান পেতে যাচ্ছে। প্রতি বছর এখানে আসবেন, এই যাত্রা শুরুর জন্য এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। প্রবাসীদের অনেক অবদান যা চোখে দেখা যায় না, কিন্তু তারা নীরবে অবদান রেখে যাচ্ছেন এবং অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। শিল্পে ও সংস্কৃতিতে তাদের অবদান এই মঞ্চে উপস্থাপন হবে। এই উদ্যোগ সফল হোক।’

অনুষ্ঠানে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। হাসান আল আবদুল্লাহর লেখা আমার প্রিয় কবিতা ও হাসান ফেরদৌসের লেখা কাপুরুষ ও সালভাদর দালির মিস বাংলাদেশ। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ব্যক্তিদের সাহিত্য ও সংস্কৃতিতে নানা আবদানের কথা তুলে ধরা হয়। এতে সংগীত পরিবেশন করেন তানভীর আলম সজীব।

যারা সম্মাননা পেলেন

ড. আবদুন্ নূর, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, রোকেয়া হায়দার, সৈয়দ নাহাজ পাশা, ড. নুরুন নবী, তাজুল মোহাম্মদ, অধ্যাপক ড. পবিত্র সরকার, রতন বসু মজুমদার, এস এম নুরুল আলম, সেলিমা আশরাফ, মনিরুল ইসলাম, তাজুল ইমাম, ঝর্ণা চৌধুরী, শামস আল মমীন, শামস আহমেদ, গোলাম সারওয়ার হারুন, কিরণময় মন্ডল, গৌরী চৌধুরী, আহমেদ হোসেন, সিরাজুস সালেকিন, কামরুন জিনিয়া, আনিসুজ জামান, প্রবীর বিকাশ সরকার, নাওমি ওয়াতানাবে ও ওসমান গনি।