বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হাসারাঙ্গা

আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হারার পর ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে লাইভে আম্পায়ারের কড়া সমালোচনা করেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিষয়টি আমলে নিয়ে তাকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তাকে, সঙ্গে মিলেছে তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে করে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হলেন এই অলরাউন্ডার।

বুধবার ডাম্বুলায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষে আম্পায়ারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান হাসারাঙ্গা। এমন আচরণের কারণে ডিমেরিট পয়েন্ট জুটেছে দ্বিতীয় শীর্ষ র‌্যাঙ্কিংধারী বোলারের নামের পাশে। ২৪ মাসের মধ্যে সব মিলিয়ে পাঁচটি ডিমেরিট পয়েন্ট হওয়ায় দুটি ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি।

হাই ফুল টসকে নো বল কল না করায় আম্পায়ার লিন্ডন হানিবালকে একহাত নেন হাসারাঙ্গা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যায় না। সবচেয়ে ভালো হয় তিনি যদি অন্য কাজ করেন।’

আগামী ১ মার্চ বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা। ৪, ৬ ও ৯ মার্চ সিলেটে হবে তিন ম্যাচ।  

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। সিরিজের সেরা হন হাসারাঙ্গা।