‘৫ ঘণ্টা আটকে বিমানে, কাজ করল না AC, শ্বাসকষ্ট ৭৮ বছরের বৃদ্ধের, শুয়ে পিছনে’

বিমানে কাজ করছিল না এসি। তার জেরে বিমানের মধ্যেই অসুস্থ পড়েন ৭৮ বছরের এক ব্যক্তি। আরও কয়েকজন সদ্যোজাত অসুস্থ হয়ে পড়ে। এমনই অভিযোগ তুললেন এক যাত্রী। ওই যাত্রীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, মুম্বই-মরিশাস এমকে৭৪৯ এয়ার মরিশাস বিমানে সেই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বিমানের ইঞ্জিনে গোলযোগ ধরা পড়ে। তার জেরে প্রায় পাঁচ ঘণ্টা বিমানে বসে থাকতে হয় বলে অভিযোগ করেছেন ওই যাত্রী। তাঁর দাবি, সেইসময় ওই বৃদ্ধ এবং কয়েকজন সদ্যোজাত অসুস্থ হয়ে পড়েন। যদিও বিষয়টি নিয়ে এয়ার মরিশাস কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

ঠিক কী ঘটেছিল? সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, ওই যাত্রী জানিয়েছেন যে শনিবার ভোর ৪ টে ৩০ মিনিটে মুম্বই থেকে মরিশাসগামী বিমান ছাড়ার কথা ছিল। সেইমতো রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ যাত্রীদের বিমানে উঠে যান। কিন্তু তারপর দেখা যায় যে ইঞ্জিনে কোনও গোলযোগ হয়েছে। তার জেরে নির্ধারিত সময় বিমান উড়ে যেতে পারেনি। কিন্তু যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি। যাত্রীদের পাঁচ ঘণ্টা বিমানে আটকে রাখা হয় বলে দাবি করেছেন ওই যাত্রী।

আরও পড়ুন: Flight in Turbulence: ‘অল্পের জন্য রক্ষা’! মাঝ আকাশে দুর্যোগে পড়ল বিমান, ফ্লাইটের অন্দরে কী ঘটছিল? দেখুন ভিডিয়ো

ওই যাত্রীকে উদ্ধৃত করে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, পাঁচ ঘণ্টা ধরে যাত্রীদের বিমানে আটকে রাখা হয়। তাঁদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি। বিমানের ভিতরে এসিও চলছিল না। তার জেরে যাত্রীদের অস্বস্তি বাড়তে থাকে। তারইমধ্যে ৭৮ বছরের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন ওই যাত্রী। কিন্তু উড়ান কর্তৃপক্ষের থেকে কোনও সহায়তা মেলেনি বলে দাবি করেছেন। 

এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে ‘এসি কাজ না করায় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। প্লেনের পিছনে শুয়ে থাকেন তিনি। বিষয়টি নিয়ে বিমানবন্দরের হেল্পলাইন নম্বর এবং এয়ার মরিশাসের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি।’ যদিও বিষয়টি নিয়ে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার মরিশাসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিমান বাতিল করে দেওয়া হবে কিনা, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি ওই উড়ান সংস্থা।

আরও পড়ুন: Cockroach in IndiGo Flight: বিমানের ফুড এরিয়ায় একটি নয়, একাধিক আরশোলা! এবার খবরে ইন্ডিগো, ভিডিয়োয় দেখুন কী ঘটেছে