PM Abas Yojana: আবাসের ঘর পেয়েছেন আপনি, অনেক অভিনন্দন! মোদীর চিঠি পেয়ে হতবাক স্বাস্থ্যকর্তা

পদমর্যাদায় তিনি উপমুখ্য়স্বাস্থ্য় আধিকারিক। পশ্চিম মেদিনীপুরে কর্মরত তিনি। আসল বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নাম সিদ্ধার্থ দত্ত। তিনি কর্মসূত্রে থাকেন পশ্চিম মেদিনীপুরে। সেই আধিকারিকের কাছে এসেছে অভিনব চিঠি। মোবাইলে একটি নির্দিষ্ট বার্তা তাঁর কাছে এসেছে। আর সেই বার্তার লিঙ্ক খুললেই জ্বলজ্বল করছে মোদীর বার্তা। আর এই বার্তা দেখে চোখ কপালে স্বাস্থ্য আধিকারিকের। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি এসেছে তাঁর কাছে। এতে তো খুশি হওয়ার কথা। কিন্তু এটা দেখার পর থেকেই স্বাস্থ্য় দফতরের অন্দরে নানা চর্চা শুরু হয়েছে। তবে কি এক্ষেত্রে নাম বিভ্রাট কিছু হয়েছে?

 আর সেই বার্তায় দেখা যাচ্ছে তিনি নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন। আর তার জেরে অভিনন্দন জানাচ্ছেন তিনি। কিন্তু ওই আধিকারিকের দাবি, তাঁর এমন কোনও প্রকল্পের ঘরই নেই। 

ওই চিঠিতে লেখা ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য আমি আপনার পুরো পরিবারকে অভিনন্দন জানাই। এই বাড়িটি আপনার প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফসল। 

বাস্তবিকই জেলার স্বাস্থ্য় ব্যবস্থাকে ঠিকঠাক রাখতে পরিশ্রম করতে হয় স্বাস্থ্য় আধিকারিকদের। কিন্তু তা বলে আবাস যোজনার চিঠি কেন তাঁকে দেওয়া হল এটা কিছুতেই বুঝতে পারছেন না তিনি। 

আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তিনি যে এই ধরনের ঘর পাননি সেটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এমনকী মুখ্য স্বাস্থ্য় আধিকারিককেও তিনি ব্য়াপারটি জানিয়েছিলেন। কিন্তু কীভাবে এই চিঠি এল সেটা বুঝতে পারছেন না স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। 

এদিকে বিজেপির দাবি, তৃণমূলের কেউ স্বাস্থ্য আধিকারিকের নাম করে বাড়ি হাতিয়ে নিয়েছে কি না সেটা দেখা হোক। আবার উলটে তৃণমূল নেতৃত্ব পালটা তির ছুঁড়েছেন বিজেপিকে নিশানা করে। বিজেপি সস্তার প্রচারের জন্য় এসব করতে পারে দাবি তৃণমূলের।

কিন্তু এসব তো রাজনৈতিক তরজা। তাতে কি আর সমস্যার সমাধানা হবে? তবে কোথাও কোনও দুর্নীতি হয়েছে কি না এনিয়েও খোঁজখবর শুরু হয়েছে। সব মিলিয়ে নানা চর্চা চলছে স্বাস্থ্য় দফতরের অন্দরে। কিন্তু স্বাস্থ্য দফতরের আধিকারিকের নাম কীভাবে আবাস যোজনায় চলে এল এটাই অবাক করার মতো। তবে এর আগেও বাংলার বিভিন্ন জেলায় আবাস যোজনার নাম করে নানা অনিয়ম হয়েছে। এক্ষেত্রে আধিকারিকের অগোচরে তাঁর নাম করে কেউ এই ঘটনা ঘটিয়েছে কি না সেটাও দেখার।