Zomato Delivery Agent: হুইলচেয়ার বাইক চালিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন, তুমুল ভাইরাল জোমাটো ডেলিভারি বয়ের ছবি

জোমাটো, শুরু থেকেই ভোজনরসিকদের প্রিয়। কিন্তু এই কোম্পানির ডেলিভারি বয়দের জীবনের গল্প, তাঁদের স্ট্রাগলের বিভিন্ন ঘটনাও ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায়। টিভির সত্য ঘটনার সিরিজ এখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়। বর্তমানে এমনই একজন Zomato ডেলিভারি বয়ের নাম উঠেছে শিরোনামে। ওই ডেলিভারি বয়ের একটি বিশেষ ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভাইরাল ছবিতে সবার আগে নজর কেড়েছে Zomato ডেলিভারি বয়ের বাইকটি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন Zomato CEO দীপেন্দ্র গোয়েলও। এই ছবিতে কী এমন আছে যা ছবিটিকে এতটা আলোচিত বিষয় করে তুলেছে?

ভাইরাল ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রিয় @zomato এবং @deepigoyal, আপনার কোম্পানি এত দিনে সবচেয়ে ভালো জিনিসটি সামনে এনেছেন, যেখানে অবাধ্য চালকরা রাস্তায় বেরোনো কঠিন করে তুলেছেন, এটি একটি বিশেষ মুহূর্ত। এই ব্যক্তির গল্প অনুপ্রেরণাদায়ক। সাবাশ! পোস্ট করার পরে, ছবিটি এক্স-এ ইতিমধ্যেই ১৭ হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং নেটিজেনদের কাছ থেকে বেশ কয়েকটি প্রতিক্রিয়াও পেয়েছে।

জোমাটো এর ডেলিভারি বয়দের সাধারণত দুই চাকার বাইক ব্যবহার করতে দেখা যায়, কিন্তু ভাইরাল ছবির ব্যক্তির গাড়ির তিনটি চাকা রয়েছে। কারণ তিনি বিশেষভাবে সক্ষম, হাঁটার ক্ষমতা হারিয়েছেন, তাই একটি হুইলচেয়ার বাইক চালিয়েই এগিয়ে চলেছেন কর্মসংস্থানে। হুইলচেয়ার বাইক চালিয়েই খাবার পৌঁছে দিচ্ছেন এই প্রতিবন্ধী ব্যক্তি। নেটিজেনরা জোমাটোর এই সাহসী সদস্যের কঠোর পরিশ্রম করার সংকল্পের ব্যাপক প্রশংসা করছেন। এককথায়, হুইলচেয়ার বাইকে চড়ে একজন হাসিখুশি ডেলিভারি বয় নতুন করে নেটিজেনদের মন জয় করেছেন।

জানা গিয়েছে, হুইলচেয়ার বাইকটি নিওমোশন নামে একটি কোম্পানি তৈরি করেছে। গত বছর, সিইও দীপেন্দ্র গোয়াল ঘোষণা করেছিলেন যে Zomato NeoMotion-এর সাথে অংশীদারিত্ব করেছে। গয়াল এক্স-এ লিখেছেন, ‘তারা ডেলিভারি বয়দের চাহিদা অনুযায়ীই প্রতিটি ডেলিভারি গাড়ি তৈরি করেছে। এটি ইঞ্জিনের জন্য সর্বাধিক আরাম এবং গতি প্রদান করতে সহায়তা করে। এছাড়াও এই গাড়িটি বৈদ্যুতিক এবং পরিবেশ বান্ধব।

উল্লেখ্য, সম্প্রতি ভাইরাল ছবিটির মতো আরও একজনের কথা কমেন্ট বক্সে তুলে ধরেছেন একজন ব্যবহারকারী। তাঁর ছবি শেয়ার করে ওই ইউজার লিখেছেন, ‘আমিও নববর্ষের দিন আমার Zomato অর্ডারটি এমনই একজন ব্যক্তির থেকে পেয়েছিলাম। তাঁরও হাসি একইরকম প্রতিশ্রুতিবদ্ধ এবং উৎসাহী।’