Joe Root Discusses His Plans During Superlative Hundred In IND Vs ENG 4th Test

রাঁচি: ভারত বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে রাঁচিতে (IND vs ENG 4th Test) ১২২ রানে এগিয়ে ইংল্য়ান্ড। ভারতীয় টপ অর্ডার ভাল পারফর্ম করলেও, মূলত মিডল অর্ডারের ব্যর্থতায় দিনশেষে ২১৯ রানে সাত উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। চার উইকেট নিয়ে ভারতের মিডল অর্ডারে ধস নামান শোয়েব বশির। ইংল্যান্ড যে ম্যাচে বেশ ভাল জায়গায়, তা মেনে নিচ্ছেন জো রুট (Joe Root)। তিনি আশাবাদী যে পিচ পরের দিনগুলিতে আরও ভাঙবে।

রুট রাঁচি টেস্টের দ্বিতীয় দিনশেষে বলেন, ‘প্রথম ইনিংসে আমরা নিজেদের বেশ ভাল জায়গায় নিয়ে এসেছি। দেখা যাক বাকি ম্যাচে কেমন কী হয়। মনে হচ্ছে পিচটা আরও ভাঙবে এবং আরও খারাপ হবে। কাল যদি আমরা সকাল সকাল তিনটি উইকেট নিতে পারি, তাহলে মনে হয় বাকি ম্যাচের জন্য আমরা রাশটা নিজেদের হাতে নিতে পারব, ভাল জায়গায় পৌঁছে যাব।’

এই ম্যাচের আগে জো রুটের ফর্ম নিয়ে লাগাতার প্রশ্ন উঠছিল। তবে যেখানে আকাশদীপ ঝড়ে ইংল্যান্ড টপ অর্ডার ব্যর্থ হয়, সেখানে দুরন্ত শতরানে নিজের সমালোচকদের যোগ্য জবাব দেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। নিজের ব্যাটিং প্রসঙ্গে রুট বলেন, ‘পরিবেশ, ম্যাচ পরিস্থিতি বুঝেই আমি সবসময় নিজের ইনিংস খেলি। আর ওই সময় এই পিচে ঠিক কী করার উচিত, তা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। সৌভাগ্যবশত সেটা করতে পেরেছি। এই সিরিজ়টা আমার জন্য একেবারেই আহামরি কাটেনি। তবে দলের হয়ে অবদান দিতে পেরে ভালই লাগছে। আমি রান করার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছিলাম। আশা করছি বাকি সিরিজ়েও এটা ধরে রাখতে পারব।’

গত ম্য়াচে রুট নিজের স্বভাববিরুদ্ধ রিভার্স স্কুপ মারতে গিয়ে আউট হন, যার জেরে তাঁকে সমালোচনারও সম্মুখীন হতে হয়। ‘এই ম্যাচেও ওই শট খেলার ভাবনা যে আমার মাথায় আসেনি তেমনটা নয়। তবে এই পিচে ওই শটটা ভাল বিকল্প নয়। গত ম্যাচের উইকেটটা তো আর এতটা বাজে ছিল না। দুর্ভাগ্যবশত বলটা একটু নীচু রয়ে গিয়েছিল। তবে এগুলো তো খেলারই অংশ।’ জানান ইংল্যান্ডের তারকা ব্যাটার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ইংল্যান্ডের হয়েও ক্রিকেট খেলেছিলেন সেফ-সোহার দাদু! ক্রিকেটের অজানা গল্প