Narendra Modi on Sandeshkhali: ৬-এর বদলে ৮মার্চ নারী দিবসে বারাসতে প্রধানমন্ত্রীর সভা,থাকবেন সন্দেশখালির মহিলারা

বারাসতে প্রধানমন্ত্রীর সভার দিন বদলের গেল। ৬ মার্চ বারাসতের সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বদলে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন হবে সেই সভা। সেই সভা মঞ্চে হাজির করা হতে সন্দেশখালির নির্যাতিতাদের। এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

শনিবার দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় শীর্ষনেতাদের। সেই বৈঠকে বারাসতের সভার দিনবদলের জন্য আর্জি জানানো হয়। বলা হয়, আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রধানমন্ত্রী সভা করুন বারাসতে। তাতে সভার গুরুত্ব আরও বাড়বে। তা ছাড়া ওই দিন মহাশিবরাত্রি। সূত্রের খবর, সে কারণে সভার নাম দেওয়া হয়েছে ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’।

সন্দেশখালির উত্তপ্ত পরিস্থিতেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তাই বারাসতে সভার আয়োজন করা হয়েছে। সেই সভা সন্দেশখালিদের নির্যাতিতাদের হাজির করার পরিকল্পনা রয়েছে রাজ্য নেতৃত্বের। তাঁদের মুখেই প্রধানমন্ত্রী শুনবেন সন্দেশখালির পরিস্থিতির কথা। সেই সভাকে আরও তাৎপর্যপূর্ণ করার জন্য নারী দিবসকে বেছে নেওয়ার প্রস্তাব দেন শুভেন্দু-সুকান্তরা। জানা যায় ৮ মার্চ প্রধানমন্ত্রী সময় দিতে পারবেন। এর দিন বদল করে ৬ মার্চের জায়গায় ৮ মার্চ বেছে নেওয়া হয় প্রধানমন্ত্রীর সভার জন্য।

যদি আগে প্রধানমন্ত্রীর সভা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সভা পর্যন্ত সন্দেশখালি বিক্ষোভকে জাগিয়ে রাখতে চাইছে বিজেপি। তবে তৃণমূলের এই কটাক্ষকে আমল দিতে চাননা শুভেন্দু-সুকান্তরা।

আরও পডুন। ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল কংগ্রেস, মার্চ মাসেই বিরাট সভার আহ্বান অভিষেকের

আরও পড়ুন। আগামী তিন মাস মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ থাকবে’‌, ঘোষণা করলেন মোদী

প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলায় প্রধানমন্ত্রীর তিনটি কর্মসূচি রয়েছে। ১ মার্চ আরামবাগে তিনি সভা করবেন। ২ মার্চ কৃষ্ণনগরে তাঁর সভা রয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন বারাসতে সভা রয়েছে। ওই দিন নারী দিবস আবার মহাশিবরাত্রি রয়েছে। তাই প্রধানমন্ত্রী নারী শক্তি বন্দনা কর্মসূচি পালন করবেন। সে দিন এক লক্ষ মহিলার উপস্থিতিতে হবে সভা হবে। প্রধানমন্ত্রীর কাছে মহিলারা তাদের কথা বলবেন।’

আরও পড়ুন। কেন সন্দেশখালিতে যাননি? জানালেন নুসরত

আরও পড়ুন। জনগর্জনে ডিগবাজি তৃণমূলের, অজিত মাইতিকে নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যে পদ থেকে সরাল দল