Nusrat Jahan on Sandeshkhali: কেন সন্দেশখালিতে যাননি? জানালেন নুসরত

সন্দেশখালি যখন উত্তপ্ত তখন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি রিল বানাতে ব্যস্ত। ঘটনা নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান প্রয়োজন মনে করেননি সেখানে যাওয়ায়। অথচও তাঁর সংসদীয় এলাকায় পড়ে সন্দেশখালি। এই সমস্ত অভিযোগের কোনও জবাব দেননি তিনি। অবশেষে মুখ খুললেন তিনি। এক্সে লম্বা পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন নসরত।

তিনি লিখেছেন,’এই ধরনের অভিযোগ প্রচন্ড হৃদয়বিদারক। একজন মহিলা হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সবসময় আমার দলের নির্দেশাবলী অনুসরণ করেছি এবং জনগণের সেবা করেছি। সন্দেশখালির ঘটনার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সাহায্য পাঠিয়েছেন এবং জনগণের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নিচ্ছেন। আমরা আইনের ঊর্ধ্বে নই, তাই এটা মেনে চলা এবং প্রশাসনের পাশে থাকা প্রয়োজন। আমি সত্যিই আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করেছি, আনন্দের সময়ে, সমস্যার সময়েও।’

আরও পড়ুন। তৃণমূল জমানায় সন্দেশখালিই গলার কাঁটা, জ্যোতিপ্রিয় কতটা জড়িয়ে?‌ প্রশ্নের মুখে সংগঠন

আরও পড়ুন। BJPকে আটকাতে সন্দেশখালিতে রাজনৈতিক ১৪৪ ধারা জারি হয়েছে: সুকান্ত

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি আমার দলের নির্দেশাবলী অনুযায়ী কাজ করি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের অবশ্যই রাজ্য সরকার ও প্রশাসনের উপর বিশ্বাস রাখতে হবে, যা ভুল তা সর্বদা নিন্দা করা হবে। আমাদের অবশ্যই একে অপরকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে। বিশৃঙ্খলা নয়, শান্তি সৃষ্টিতে সহায়তা করার জন্য একত্রিত হতে হবে। জনগণের নিরাপত্তা ও কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কে কী বলে, কার সম্পর্কে কী বলে, সেটা বিবেচ্য নয়। যেমনটা আমি আগেই বলেছি। আমি আবারও বলব, “রাজনীতি করা বন্ধ করুন।’

আরও পড়ুন। সন্দেশাখালিতে বিক্ষোভে প্ররোচনা দেওয়ার অভিযোগ, মিনাখাঁ থেকে গ্রেফতার ISF নেত্রী

আরও পড়ুন। সন্দেশখালি আন্দোলনের মুখকে নিয়েই ড্যামেজ কন্ট্রোলে মন্ত্রীরা, আশায় সুজয় স্যার

সাংসদ লিখেছেন, ‘আমি আমার দলের নির্দেশাবলী অনুযায়ী কাজ করি।’ তাই প্রশ্ন উঠছে তবে কী দল তাঁকে সন্দেশখালি যেতে মানা করেছিল। সাংসদের পোস্ট দেখে তেমনটা মনে হয়। সে কারণের তিনি হয়তো উত্তপ্ত সন্দেশখালিতে যাননি।