Sandeshkhali Update: সন্দেশখালিতে ফের বিক্ষোভ মহিলাদের, সুজিত, পার্থর বিরুদ্ধে উঠল Go back স্লোগান

গণঅভ্যুত্থানের সন্দেশখালিতে আরও একদিন বিক্ষোভের মুখে পুলিশ। শুধু তাই নয়, মন্ত্রীদের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। রবিবারও অশান্ত হয়ে উঠল সন্দেশখালির বেড়মজুর। ১৪৪ ধারার পরোয়া না করে পুলিশের চোখে চোখ রেখে দশকব্যাপী নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মহিলারা।

এদিন সকালে ফের সন্দেশখালিতে যান রাজ্যের ২ মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। তার পর গ্রামবাসীদের অভিযোগ শোনার জন্য বসেন তাঁরা।

আরও পড়ুন: বর্ধমানে স্কুলের বাইরে মদ খেয়ে রাস্তায় পড়ে আছেন বর্ষীয়ান শিক্ষক!

ওদিকে ফের মন্ত্রীরা গ্রামে এসেছেন শুনেই উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর। মহিলারা লাঠি – ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। হাতে সাদা কাগজে আলতা দিয়ে লেখা, ‘Go Back সুজিত বসু’, ‘শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে কেন জবাব দেও।’

গ্রামের মহিলাদের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের নামে সময় নষ্ট করছে পুলিশ। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। উলটে বিক্ষোভ দেখানোয় গ্রামের পুরুষদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তাদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এমনকী বেশ কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকেও আটক করে নিয়ে গিয়েছে তারা।

আরও পড়ুন: বান্ধবীকে ‘বিয়ে’ করেছিলেন কোন্নগরে সন্তান খুনে অভিযুক্ত মা, আগ্রাতে হানিমুন!

খবর পেয়ে পুলিশ এসে মহিলাদের বুঝিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করে। তবে তাতে খুব একটা কাজ হয়নি। উলটে পুরুষ পুলিশকর্মীদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন মহিলারা। বলেন, এটা পরে বাড়িতে বসে থাকুন। আমরা শাহজাহানকে ধরে এনে দিচ্ছি। সঙ্গে গ্রেফতার হওয়া গ্রামবাসীদের মুক্তির দাবি জানিয়েছে বেড়মজুরের প্রতিবাদী প্রমিলাবাহিনী। অবিলম্বে দাবি মানা না হলে আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।