টিকিট যুদ্ধে ক্রিকেট সমর্থকরা

টিকিট চাই, টিকিট… এই আওয়াজই চলছে মিরপুরের আকাশে-বাতাসে। ক্রিকেট সংশ্লিষ্ট কাউকে পেলেই কাকুতি মিনতি করে টিকিট চাইছেন ক্রিকেট ভক্তরা। উদ্দেশ্য একটাই- মাঠে বসে খেলা দেখা চাই। সোমবার প্লে অফ রাউন্ডের দুটি ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এলিমেনেটর রাউন্ডে দুপুর দেড়টায় ফরচুন বরিশাল খেলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। অন্যদিকে সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিল টপার দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এমনিতে পুরো টুর্নামেন্টে বিপিএলে ঘিরে তেমন উত্তেজনা দেখা যায়নি সমর্থকদের মধ্যে। ছুটির দিনগুলোতে যা একটু আধটু দর্শক হয়েছে। বাকি সময়টাতে গ্যালারি প্রায়ই ফাঁকাই ছিল। তবে বিপিএলের প্লে অফকে কেন্দ্র করে টিকিট নিয়ে মিরপুরে যা হচ্ছে সেটি বিপিএলের জন্য অস্বাভাবিক ঘটনাই বটে! এদিন এমনিতেই গুরুত্বপূর্ণ ম্যাচ। তার মধ্যে ছুটির দিন। সবকিছু মিলিয়ে সমর্থকদের পুরো আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আজকের ম্যাচ। 

অনলাইনে কিছু টিকিট বিক্রয় করলেও সরাসরিও কিছু টিকিট বিক্রির বন্দোবস্তওল রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নির্ধারিত বুথগুলোতে (মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম-সংলগ্ন নির্ধারিত বুথ)  টিকিট পাওয়া যাচ্ছিল। কিন্তু সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অস্থায়ী বুথটি বন্ধ পাওয়া গেছে। কিছু টিকিট প্রতাশী লোকদের টিকিটের খোঁজ করতে দেখা গেছে। বুথে টিকিট না থাকায় ওই বুথটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে। তবে স্টেডিয়াম-সংলগ্ন নির্ধারিত বুথটি খোলা থাকলেও সেখানে হাজার হাজার মানুষের অপেক্ষা। বুথ ছাপিয়ে টিকিট প্রত্যাশীদের লাইন চলে গেছে দুই নম্বর গেটের কাছাকাছি। 

লম্বা লাইনে দাঁড়ানো কয়েকজন তরুণীর আক্ষেপ, এত কষ্ট করে এক ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে, টিকিট পাবো তো? এমন আকুতি লাইনে দাঁড়ানো সবার। সবাই দুটি ম্যাচ মাঠে বসে দেখতে উন্মুখ হয়ে আছেন। এদিকে স্টেডিয়াম-সংলগ্ন নির্ধারিত বুথটিতে কেন্দ্র করে মানুষের জটলা। লাইন অমান্য করে অনেকেই আগে চলে যাচ্ছেন। কেউ কেউ তো বুথে গ্রিল ধরে উপরেও উঠে গেছেন। যারা টিকিট পেয়েছেন, তাদের চোখে মুখে যেন ঈদের খুশি।

এমনই তিনজন রাহাত-আবিদ-রনি। তিন বন্ধু মিলে খেলা দেখতে এসেছেন। সকাল থেকে নানা জায়গা টিকিট খুঁজেছেন। শেষমেশ লাইনে দাঁড়িয়ে ঘন্টা দেড়েক অপেক্ষার পর ৮০০ টাকায় তিনটি টিকিট পেয়েছেন। যদিও তারা আরও কম মূল্যের টিকিট চেয়েছিলেন। কিন্তু কম মূল্যের টিকিট না থাকায় বাধ্য হয়ে বেশি দামে টিকিট কিনতে হয়েছে। বুথ সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, ৮০০ টাকা নিচের কোন টিকিট নেই। যত মানুষ এখানে আছে, সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। আমার কাছে অল্প কিছু টিকিট আছে।

এইতো গেলো টিকিট বুথের অবস্থা। আবু তালহা নামের এক চাকুরিজীবী তার সন্তানকে নিয়ে খেলা দেখতে  এসেছেন। টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখে তিনি ব্লাকে টিকিট কেনার চিন্তা করছিলেন। কিন্তু কোথায় বিক্রয় করে সেটি খুঁজে পাচ্ছেন না। যাকেই পাচ্ছেন, জানতে চাইছেন কোথায় পাওয়া যাবে টিকিট? সোমবার এমন অবস্থা মিরপুরের আশপাশে-সবখানে। টিকিট নিয়ে যেন যুদ্ধে নেমেছেন ক্রিকেটভক্তরা।