India vs England 4th Test Day 4 Live Updates IND vs ENG Match Score Live Telecast Online Ranchi

রাঁচি: কোনও উইকেট না হারিয়ে ৪০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test) তথা সিরিজ় জয়ের জন্য ভারতের আর ১৫২ রানের প্রয়োজন। রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। 

গতকাল, তৃতীয় দিনের শুরুটা ভারতই ব্যাট হাতে করেছিল। সাত উইকেটের বিনিময়ে ২১৯ রান থেকে খেলা শুরু করেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৭৬ রান যোগ করেন দুইজনে। দুভার্গ্যবশত ২৮ রানে প্লেড অন হন কুলদীপ। তবে জুরেল কিন্তু নিজের লড়াকু ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন তিনি। আকাশ দীপও তাঁকে সঙ্গ দেন। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তাঁরা। তিনশো রানের গণ্ডি পার করে ভারত। তবে জুরেল অল্পের জন্য নিজের শতরান হাতছাড়া করেন। প্রথম ইনিংসে শেষ ভারতীয় উইকেট হিসাবে তিনিই ৯০ রানে আউট হন।

ভারতকে প্রথম সেশনে ৩০৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্রুত গতিতে নিজেদের ‘বাজ়বল’ পরিকল্পনাতেই রান তোলার লক্ষ্যে ছিল। তবে নতুন বল হাতে আর অশ্বিন (R Ashwin) ভারতকে সাফল্য এনে দেন। তাও এক নয়, জোড়া সাফল্য। প্রথমে বেন ডাকেটকে ১৫ রানে ফেরান তিনি। ওই একই ওভারে অলি পোপকে খাতা খোলার আগে আউট করেন তারকা ভারতীয় অফস্পিনার।

প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। তাঁকেও ১১ রানে ফেরান অশ্বিনই। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করেন ক্রলি ও জনি বেয়ারস্টো। ইনিংসের শুরুতেই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। ক্রলিও অনবদ্য ছিলেন। ৭১ বলে অর্ধশতরানও পূরণ করেন ক্রলি। 

ঠিক যখন মনে হচ্ছিল ক্রলি ও বেয়ারস্টো ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে যাবেন, তখনই দুরন্ত স্পিন বোলিংয়ে ইংল্যান্ড ওপেনারের মিডল স্টাম্প ছিটকে দেন কুলদীপ যাদব। ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ব্যাট হাতে ফের একবার ব্যর্থ। ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে দিনের দ্বিতীয় সেশন শেষ করে ইংল্যান্ড। সেশন বদল হলেও, বদলায়নি ভারতীয় স্পিনারদের দাপট।

তৃতীয় সেশনের শুরুতেই জনি বেয়ারস্টোকে ৩০ রানে ফেরান রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ৪৭ রান করা ফোকস ইংল্যান্ডের হয়ে খানিক লড়াইয়ের চেষ্টা করেন বটে। তবে ভারতীয় স্পিনারদের দাপটে খুব একটা বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ১৭ রান করে আউট হন ফোকস। ১৪৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের সামনে ১৯২ রানের টার্গেট নির্ধারিত হয়।

দিনের শেষবেলায় কয়েক ওভারের জন্য ব্যাটিং করাটা সবসময়ই চ্যালেঞ্জিং হয়। ভারতকেও বিপাকে ফেলার আশায় ছিলেন ইংল্যান্ড বোলাররা। তবে উইকেট বাঁচানো নয়, পাল্টা আক্রমণের পথ বেছে নেন দুই ভারতীয় ওপেনারই। আগ্রাসী মেজাজে ব্যাট করে আট ওভারে পাঁচ রান প্রতি ওভারে ৪০ রান বোর্ডে তুলে ফেলে ভারত। আজ, চতুর্থ দিনেই সিরিজ় পকেটে পুরে নেওয়ার লক্ষ্যে নামবে রোহিত বাহিনী।