India vs England diet secret of Yashasvi Jaiswal Father Reveals India Star’s Favourite Dish during Ranchi Test

রাঁচি: ব্যাট হাতে তিনি ইংরেজ বোলারদের (India vs England) কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছেন। চলতি টেস্ট সিরিজে জোড়া ডাবল সেঞ্চুরি। রাঁচিতে চতুর্থ টেস্টেও প্রথম ইনিংসে ঝকঝকে ৭৩ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি না পেলেও, মহার্ঘ ৩৭ রান করেছিলেন। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে ৮৪ রান যোগ করে তিনি ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। তাও কঠিন পিচে খেলে।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে স্বপ্নের ছন্দে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সিরিজ সেরা হওয়ার দিকেও এক পা বাড়িয়েই রেখেছেন। দেখে কে বলবে যে, কেরিয়ারে ৭টি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটার। টেস্ট দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন যশস্বী। ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারদের টেস্ট না খেলা নিয়ে যখন গোটা দেশে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে, কড়া অবস্থান নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন যশস্বী লাল বলের ক্রিকেটে দিনের পর দিন নিজের দক্ষতার দলিল রেখে যাচ্ছেন।

ছেলের সাফল্যে গর্বিত যশস্বীর বাবা। একটা সময় ক্রিকেটের টানে বাড়ি ছেড়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন যশস্বী। আজাদ ময়দানের তাঁবুতে রাত কাটানো, জল পেরিয়ে এক কিলোমিটার দূরের শৌচালয়ে যাওয়া, কোচ জ্বালা সিংহের নজরে এসে ক্রিকেট কেরিয়ারের অন্য খাতে বয়ে চলা, যশস্বীর উত্থান কাহিনি এখন লোকের মুখে মুখে ফিরছে। 

যশস্বীর ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাওস্করের মতো কিংবদন্তিও। রাজকোটে তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করার পথে ১২টি ছক্কা মেরেছিলেন যশস্বী। যা রেকর্ড। ভারতের কোনও ব্যাটার কোনও একটি টেস্ট ইনিংসে এতগুলি ছক্কা মারেননি। বিশ্বক্রিকেটে এই নজির রয়েছে একমাত্র ওয়াসিম আক্রমের। সব মিলিয়ে চলতি সিরিজে ২০ ছক্কা মারা হয়ে গিয়েছে যশস্বীর। কোনও একটি টেস্ট সিরিজে এত ছক্কা কেউ কোনও দিন মারেননি।

কী খেয়ে গায়ে এত জোর পান যশস্বী যে, বল ব্যাটের মাঝখানে লাগলেই উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে? যশস্বীর বাবা ভূপেন্দ্র সেই রহস্য উদঘাটন করেছেন। জানিয়েছেন যশস্বীর ডায়েট প্ল্যান। যে খাদ্যতালিকায় সকলের ওপরে পাঁঠার মাংস।

ভূপেন্দ্র বলেছেন, ‘ও পাঁঠার মাংস খেতে খুব ভালবাসে।’ আর কী খান যশস্বী? ভূপেন্দ্র দিয়েছেন সেই তালিকাও। বলেছেন, ‘ও পছন্দ করে ভাত, ডাল, রুটি ও সব্জি।’

যশস্বীর শটের বৈচিত্র দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। বাবার চোখে ছেলের সেরা শট কী? ভূপেন্দ্রর সবচেয়ে ভাল লাগছে, ছেলে যেভাবে ইংরেজ স্পিনারদের বিরুদ্ধে স্যুইপ শট খেলছেন। ভূপেন্দ্র বলেছেন, ‘স্যুইপ শটটা ও ভীষণ সুন্দর খেলে। আর এই শটটা নিয়ে ও পরিশ্রমও করে।’

আরও পড়ুন: ভারতের জয় দেখে নীরবতা ভাঙলেন কোহলি, ছেলের জন্মের খবর দেওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন