Online gaming addiction: অনলাইন গেমিংয়ের নেশায় ৪ লক্ষ ধার, টাকা মেটাতে মা’কে খুন করল ছেলে

অনলাইন গেমের নেশায় লক্ষ লক্ষ টাকা ধার করেছিল যুবক। পাওনাদারদের সেই টাকা মেটানোর জন্য ভয়ঙ্কর কাণ্ড ঘটাল যুবক। বিমার টাকা পাওয়ার জন্য নিজের মাকে খুন করল। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এমন ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের ফতেপুর থানা এলাকায়। ধৃত যুবকের নাম হিমাংশু সিং।

ফতেপুর থানার পুলিশ জানিয়েছে, ওই যুবক তার মাকে পরিকল্পনা করে খুন করে। এরপর মা প্রভা সিংয়ের দেহ বস্তাবন্দি করে যমুনা নদীর তীরের কাছে ফেলে দেয়। মৃতদেহ উদ্ধারের পরেই পুলিশ তদন্তে নেমে হিমাংশুকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জেরার মুখে শেষমেষ খুনের কথা স্বীকার করে নেয় ওই যুবক। পুলিশ জানিয়েছে, হিমাংশু জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম জুপি-তে গেমের নেশায় বুঁদ ছিল। তবে এই গেমের নেশার কারণে তার প্রচুর টাকা লোকসান হয়। তার পরেও খেলা বন্ধ করেনি সে। খেলা চালিয়ে যাওয়ার জন্য অনেকজনের কাছ থেকে সে টাকা ধার করে। সবমিলিয়ে ৪ লক্ষ টাকা বিভিন্ন জনের কাছ থেকে ধার করেছিল হিমাংশু। পাওনাদারদের সেই টাকা মেটানোর জন্যই মাকে খুন করে বিমার টাকা পাওয়ার ফন্দি আঁটে হিমাংশু।

পুলিশ জানিয়েছে, গেমের নেশায় এর আগে হিমাংশু তার পিসির গয়না চুরি করেছিল। তার বাবা-মায়ের ৫০ লক্ষ টাকা মূল্যের জীবনবিমা পলিসি ছিল। মাকে খুন করে সেই পলিসি হাতাতে চেয়েছিল হিমাংশু। তার বাবা রোশন সিং চিত্রকূট মন্দিরে থাকার সময় সুযোগ বুঝে মাকে শ্বাসরোধ করে খুন করে হিমাংশু। এরপর মায়ের মৃতদেহ একটি পাটের বস্তায় ভরে সেটি ট্রাক্টর করে যমুনা নদীর তীরে নিয়ে যায়। সেখানেই ফেলে দেয় মায়ের বস্তাবন্দি মৃতদেহ।

পরে চিত্রকূট মন্দির থেকে ফিরে আসার পর হিমাংশুর বাবা দেখেন তার স্ত্রী ও ছেলে নিখোঁজ রয়েছে। তিনি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন। তার ভাইয়ের বাড়িতে গিয়েও তিনি দুজনের খোঁজ করেন। কিন্তু সেখানেও খুঁজে পাননি। পরে তিনি একজন প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন যে হিমাংশুকে ট্রাক্টর চালিয়ে নদীর ধারে যেতে দেখা গিয়েছে। শেষে রোশন সিং থানায় নিখোঁজ ডায়েরি করেন ঘটনায় তদন্তে নেমে পুলিশ যমুনা নদীর কাছে প্রভা দেবীর মৃতদেহ উদ্ধার করে। সেই ঘটনার তদন্তের আরও গভীরে গিয়ে জানতে পারেন হিমাংশু তার মাকে খুন করেছে। ঋণ মেটানোর জন্য মাকে হত্যার চক্রান্তের কথা স্বীকার করেছে হিমাংশু।