Kunal on Shahjahan arrest: ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে শাহজাহান, অভিষেকের হয়ে সওয়াল করে জানালেন কুণাল

শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের কোনও বাধা নেই, প্রধান বিচারপতির এই নির্দেশের পরই শাহজাহানের বিরুদ্ধে একের পর এক এফআইআর করছে পুলিশ। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন, সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শাহজাহান।

কী লিখেছেন কুণাল

এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘শেখ শাজাহানের গ্রেপ্তার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে।’

যা বলেছিলেন অভিষেক

প্রসঙ্গত, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আদলতের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। ইডি, তদন্ত করছে, বিষয়টি আদালতের বিচারাধীন এই পরিস্থিতিতে কী করে তাকে গ্রেফতার করবে। না হলে ১০ দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে পুলিশ। তিনি সারদা কর্তা সুদীপ্ত সেনের গ্রেফতারির প্রসঙ্গ টেনে বলেন, ‘সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল, সরকার ব্যবস্থা নিয়েছে। সন্দেশখালির দুই অভিযুক্ত তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারকেও গ্রেফতার করেছে পুলিশ। তা হলে শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না কেন?’

আরও পড়ুন। বড় সভা নয় ৩ মার্চ সন্দেশখালিতে ব্রিগেডের প্রস্তুতি সভা করবে তৃণমল, নির্দেশ অভিষেকের

আরও পড়ুন। গ্রেফতারিতে বাধা নেই, আদালত অবস্থান স্পষ্ট করতেই শাহজাহানের বিরুদ্ধে পর পর FIR

আদালত যা বলে

সোমবার আদালতে শাহজাহানের মামলাটি ওঠে। সেই সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘স্পষ্ট ভাবে আমরা বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে, গ্রেফতার করা যাবে না।’

আরও পড়ুন। ঘোমটা দিয়ে অভিযোগ জানাচ্ছে, তার পর সিগারেট খাচ্ছে: সওকত মোল্লা

আরও পড়ুন। অজিত মাইতি গ্রেফতার হতেই সন্দেশখালিতে জনরোষ আছড়ে পড়ল আরও ২ TMC নেতার বাড়িতে

আদালতের এই মন্তব্যের পর কুণাল ঘোষ বলেন, ‘আদালত নিয়ে সাধারণত কেউ কিছু বলেন না। অপ্রিয় প্রশ্নটা তুলেছিলেন অভিষেক। তিনি বলার পরেই আদালতকে বিড়ম্বনায় পড়ছে মামলা নির্ধারিত না থাকলেও স্বতঃপ্রণোদিত ভাবে সোমবার মামলাটি ওঠে।’