Nashipur Train Cancellation: স্বপ্নপূরণের দোরগোড়ায় নশিপুর রেলসেতু, তিনদিন বাতিল থাকবে ট্রেন, তালিকাটা দেখুন

মুর্শিদাবাদ নশিপুরের রেলসেতু। দীর্ঘদিনের রেলসেতু এবার বাস্তবায়নের মুখে। এই সেতু পুরোপুরি তৈরি হয়ে গেলে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার দূরত্ব প্রায় ২ ঘণ্টা কমে যেতে পারে। তবে এই সেতু তৈরির কাজ প্রায় শেষের মুখে। সেই সেতু তৈরির জন্য  মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার আজিমগঞ্জ- কাটোয়া রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে। সেতু তৈরির জন্য অন্তত তিনদিন ট্রেন চলাচলে বড় প্রভাব পড়বে। তার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। 

ভাগিরথী নদীর উপর তৈরি হচ্ছে এই নশিপুর। প্রায় ২০ বছরের অপেক্ষার অবসান। আজিমগঞ্জ ও মুর্শিদাবাদের মধ্য়ে যোগাযোগ গড়ে উঠবে। একাধিক প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল, নলহাটি-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-নিমতিতা এক্সপ্রেস স্পেশাল, আজমিগঞ্জ-রামপুরহাট মেমু, আজিমগঞ্জ-কাটোয়া মেমু স্পেশাল, আজিমগঞ্জ কাটোয়া এক্সপ্রেস। অন্য়দিকে নলহাটি আজিমগঞ্জ মেমু স্পেশাল কাটোয়া নিমতিতা স্পেশালও বাতিল করা হয়েছে। রামপুরহাট ও আহমেদপুর থেকেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। 

তবে অনেকেরই মতে, রেলসেতুর শেষ মুহূর্তের কাজ করার জন্য তিনদিন ট্রেন বাতিল থাকবে। তার জেরে সাময়িক ভোগান্তি হতে পারে বাসিন্দাদের। কিন্তু বাস্তবে যেটা হবে তার জন্য দীর্ঘদিনের জন্য সুফল পাবেন যাত্রীরা। সেকারণে সাময়িক সমস্যা হলেও এর ফল হবে সুদূরপ্রসারী। 

লোকসভা ভোটের আগেই এই সেতুর কাজ শেষ হয়ে যেতে পারে. সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে এই সেতু খুলে দিলে বহু মানুষ খুশি হবেন। আগামী ভোটে এর প্রভাব ভোটবাক্সে পড়বে কি না সেটাও দেখার। তবে সব মিলিয়ে সাধারণ মানুষ যে উপকৃত হবেন এটা বলাই বাহুল্য। 

বাস্তবায়নের পথে আজমিগঞ্জ-নসিপুর রেলসেতু। বছরের পর বছর ধরে এই সেতুর জন্য অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। সেই সেতুই রূপ পাচ্ছে এবার। আগামী মাসেই এই সেতুর উদ্বোধন হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর উদ্বোধন করতে পারেন বলে খবর।

আজিমগঞ্জ নসিপুর রেল সেতু চালু হলে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি ভায়া আজিমগঞ্জ দূরত্ব কিছুটা কমছে। দূরত্ব কমে হচ্ছে ৫৫৩ কিমি।

সূত্রের খবর, লালগোলা-শিয়ালদা শাখার সঙ্গে কাটোয়া- আজিমগঞ্জ শাখার রেল যোগাযোগ আগামী মাসেই শুরু হতে পারে। সেতু কতটা ভার সহ্য করতে পারবে সেটা আপাতত পরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে পাথর বোঝাই মালগাড়ি চাপিয়ে ভার বহন কতটা করতে পারবে সেটা দেখা হয়েছে।

এই নয়া রেললাইনের জেরে সুবিধা কতটা হবে? এই রুটে রেল চলাচল শুরু হলে বহরমপুর থেকেই যাত্রীরা সরাসরি দিল্লি-মুম্বই সহ ভিনরাজ্যে পাড়ি দিতে পারবেন। যারা হাজারদুয়ারি বেড়াতে আসতে চান তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধে হবে। এই পথেই যাতায়াত করার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হবে।