Shubman Gill Share Motivational Quote Attributed It To Rahul Dravid Following Match Winning Innings In Ranchi

রাঁচি: লাল বলের ক্রিকেটে দিনকয়েক আগেও শুভমন গিলের (Shubman Gill) ভারতীয় একাদশে জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছিল। কিন্তু চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে তিনি ফর্মে ফিরেছেন। চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) দুরন্ত পরিপক্কতার সঙ্গে অর্ধশতরান করে দলকে জেতান শুভমন গিল। জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) এক অনুপ্রেরণামূলক বাণী ভাগ করে নেন।

গিল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘তুমি না হলে, তবে কে? যদি এখন নয়, তাহলে কখন?’ গিলের ফর্ম নিয়ে যখন প্রশ্নচিহ্ন উঠছিল, তখন দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁর ওপর আস্থা রাখেন। গিল কিন্তু দুরন্ত ফর্মে রয়েছেন। সিরিজ়ের প্রথম টেস্টেও তিনি দুই ইনিংসে শূন্য ও ২৩ রান করেছিল। তারপর থেকে দ্বিতীয় টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। তৃতীয় টেস্টে মাত্র নয় রানের জন্য শতরান হাতছাড় হয় তাঁর। এরপর রাঁচিতে চতুর্থ টেস্টে অপরাজিত থেকে ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি।

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আসেনি শতরান, তাও রাঁচিতে বিরাটের সর্বকালীন রেকর্ডে ভাগ বসালেন যশস্বী