ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে ৬ বছরের শিশু আটক

খুলনার দৌলতপুরের নয়াবাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে এক শিশুকে আটক করা হয়েছে। বুধবার সাদ নামে ছয় বছর বয়সী ওই শিশুকে আটক করা হয়।

খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথর নিক্ষেপকারী শিশু হওয়ায় তাকে এবং তার বাবা-মাকে বিশেষভাবে সতর্ক করা হয়। পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে শিশুটিকে বাবার জিম্মায় দেওয়া হয়। অভিযুক্ত শিশু হওয়ায় তার বাবার বিরুদ্ধে নন-এফআইআর প্রসিউকিশন দাখিলের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেন খুলনার দৌলতপুর নয়াবাটি এলাকায় পৌঁছে। সে সময় পাথর ছুড়ে ট্রেনের জানালার একটি কাচ ভেঙে ফেলা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হয়ে রেলওয়ে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ট্রেনে পাথর নিক্ষেপকারী শনাক্ত ও আটক হয়। আটক সাদ নয়াবাটি মোড় রেলওয়ে বস্তির বাবুল হোসেনের ছেলে।