Bike to control drunk driving: মদ খেয়ে চালালে বন্ধ হবে বাইক! চুরি রুখতে সেন্সর, উদ্ভাবন ইঞ্জিনিয়ারিং পড়ুুয়াদের

মদ খেয়ে বাইকে উঠেছেন? থেমে যাবে বাইক। দুর্ঘটনার আগে খবর দেবে। এমনই বিশেষ বৈদ্যুতিক বাইক আনা হল। প্রয়াগরাজের মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNNIT) সোসাইটি অব অটোমেটিক ইঞ্জিনিয়ার্স (SAE) ক্লাবের সহযোগিতায় একটি বৈদ্যুতিক বাইক ডিজাইন করা হয়েছে। জানানো হয়েছে, মদ খেয়ে চালালে বন্ধ হয়ে যাবে এই বাইক। অর্থাৎ একজন মাতাল চালক এই বাইক চালাতে পারবেন না। এই বাইকটিতে এমনই একটি অ্যান্টি সেন্সর লাগানো রয়েছে, যা একজন মাতাল চালকের গন্ধ শনাক্ত করে বাইকটিকে স্টার্ট করতে দেবে না। এছাড়াও এই ই-বাইকে অনেক উন্নত সেন্সর লাগানো হয়েছে, যা এটিকে স্পেশাল করে তুলেছে।

চুরি প্রতিরোধে অ্যান্টি থেফট সেন্সর বসানো হয়েছে:

এই অনন্য বৈদ্যুতিক বাইকটি মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (MNNIT) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিতেন্দ্র এন গাঙ্গোয়ারের তত্ত্বাবধানে ইনস্টিটিউটের ছাত্ররা তৈরি করেছেন। ইনস্টিটিউটের সহকারী অধ্যাপকের মতে, বাইকের সেন্সর যদি শনাক্ত করে ফেলে যে চালক মদ্যপান করেছেন, তবে এটি স্টার্ট হবে না এবং কোনও দুর্ঘটনার সম্ভাবনাও সম্পূর্ণভাবে দূর করবে। এছাড়াও চুরি এড়াতে এই অনন্য বাইকে অ্যান্টি থেফট সেন্সরও বসানো হয়েছে।

বাইকটির অন্যান্য বৈশিষ্ট্য:

  • বাইকটির বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার।
  • এই বাইকটি ৪ ঘণ্টার ফুল চার্জ ৬০ কিলোমিটার ছুটতে পারে বলে দাবি করা হয়েছে।
  • বাইকটিতে হিল অ্যাসিস্ট ফিচারও দেওয়া হয়েছে যা সহজেই
  • উচ্চতায় উঠতে সাহায্য করবে।
  • এই বাইকে এমন কিছু জরুরি পরিষেবাও দেওয়া হয়েছে যা
  • দুর্ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে। দুর্ঘটনার ক্ষেত্রে এটি নিজে থেকেই সাহায্যের জন্য জরুরি পরিষেবাগুলির সঙ্গেও যোগাযোগ করতে পারে।

এই বাইকটির দাম:

এই অনন্য বৈদ্যুতিক বাইকের দাম প্রায় ১.৩০ লক্ষ টাকা।

উল্লেখ্য, ভোপালে সম্প্রতি ইম্পেরিয়াল সোসাইটি অফ ইনোভেটিভ ইঞ্জিনিয়ার্স (ISIE) দ্বারা আয়োজিত একটি প্রতিযোগিতায় এই যুগান্তকারী বাইকটি প্রকাশ করেছিল MNNIT। ৭০ টি দলের তীব্র প্রতিযোগিতা ছাপিয়ে সেরা ১০-এ সেরা ডিজাইন এবং ভবিষ্যত পুরস্কার জিতেছেন MNNIT-র শেষ বর্ষের ছাত্ররা। নাম পুলকিত সিংগাল, হর্ষ মহর্ষি, আদর্শ কুমার, সুমিত মিশ্র, যশব ভারতী, সন্দীপ যাদব, সূর্য পাঠক, প্রশান্ত গুপ্তা, শিবম শ্রীবাস্তব।