Mahadev App: বাংলা সহ দেশের ১৫ জায়গায় মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে ইডির হানা! প্রোমোটার ঘনিষ্ঠের গ্রেফতারির পর বড় অভিযান

মহাদেব অ্যাপ বেটিং কাণ্ডে দেশের ১৫ জায়গায় এবার ইডির রুদ্ধশ্বাস হানা শুরু হয়েছে। এই অভিযান সদ্য অ্যাপের প্রমোটার সৌরভ চন্দ্রকর ও রবি উপ্পলের ঘনিষ্ঠ নীতীশ দিওয়ানের গ্রেফতারির পরই শুরু হয়েছে। জানা গিয়েছেস পশ্চিমবঙ্গ সহ দেশের বড় শহরগুলিতে হানা শুরু হয়েছে ইডির। উল্লেখ্য, নীতীশ দিওয়ানের গ্রেফতারির ১১ দিন পর এই হানা শুরু হয়েছে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়াও, দিল্লি-এনসিআর, মুম্বই সহ একাধিক জায়গায় ইডির এই অভিযান চলেছে। উল্লেখ্য, নীতীশ দিওয়ানের গ্রেফতারির ঠিক ১১ দিন পরই এই অভিযান মহাদেব বেটিং অ্যাপ মামলায় বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই কাণ্ডে ইতিমধ্যেই একাধিক আমলা ও রাজনৈতিক নেতার নাম জড়িয়ে গিয়েছে।  ছত্তিশগড় থেকে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বের নাম এই কাণ্ডে জড়িয়েছে। এই মামলায় ইতিমধ্যেই সৌরভ চন্দ্রকর ও রবি উপ্পলকে দুবাইতে আটক করা হয়েছে। তাঁদের আটক করার আগে, ইডির তরফে ইন্টারপোল রেড নোটিস জারি করা হয়েছিল। এবার এজেন্সি চাইছে তাঁদের ভারতে প্রত্যর্পণ করতে। ফলে ইতিমধ্যেই তাঁদের প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এই মহাদেব অ্যাপ বেটিং কাণ্ডে। ২০২৩ সালে এই অ্যাপের প্রোমোটার আমিরশাহির রাস আল খাইমাহতে বিয়ে করেছেন, আর সেই বিয়েতে নগদে ২০০ কোটি টাকা খরচ হয়েছে। এত টাকা নগদে কোথা থেকে এল? প্রশ্ন তুলে অভিযোগ চার্জশিটে পেশ করেছে ইডি। সেই রাজকীয় বিয়েতে প্রাইভেট জেট ব্যবহার করা হয়েছিল। তাবড় সেলেবদের টাকা দিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে সেখানে বিয়েতে পারফর্মও করানো হয়। মূলত,  এই অ্যাপের বিরুদ্ধে অবৈধভাবে ফান্ড এই অ্যাপ থেকে এসেছে বলে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ইডি। সেই টাকা বিভিন্ন আমলা ও রাজনৈতিক নেতাদের ঘুষ দেওয়াও হয়েছিল বলে অভিযোগ। আর সেই টাকা ছত্তিশগড়ের রাজনৈতিক নেতা ও আমলাদের ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। প্রশ্ন উঠতেই পারে যে, কেন ছত্তিশগড়ের রাজনৈতিক নেতা বা আমলাদের নামই কেন এই মামলায় জড়়াল? জানা গিয়েছে, চন্দ্রকর ও উপ্পলের বসবাস ছত্তিশগড়ে ছিল। এদিকে, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই একাধিক সেলেবকে তলব করেছে ইডি। আপাতত আমিরশাহি থেকে চন্দ্রকর ও উপ্পলকে দেশে ফেরাতে চেষ্টা করছে ইডি।