Dona Ganguly shares her childhood days photos in social media know in details

কলকাতা: একেবারে ছোট্টবেলা থেকেই তাঁর সঙ্গী ছিল নাচ। বসয় বেড়েছে, সেই নৃত্যই হয়ে উঠেছে তাঁর পেশা ও নেশা। সোশ্যাল মিডিয়ায় সদ্য, নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে নিয়েছেন এই নৃত্যশিল্পী। সঙ্গে রয়েছেন তাঁর গুরু। ছবি দেখে আপনি কি চিনতে পারছেন এই শিল্পীকে? 

এই ছবি ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)-র। যাঁর অন্যতম আরও একটি পরিচয় হল, তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে নিয়েছেন তিনি। ক্যাপশানে লিখেছেন, ‘আমার গুরুজীর সঙ্গে অল্পবয়সের আমি।’ এই ছবি দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আগে আমি মনে করতাম, সানাকে (সৌরভ-ডোনার কন্যা) সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেখতে। তবে এই ছবিটা দেখার পরে মত বদলালাম। সানাকে একেবারেই আপনার মতো দেখতে।’

ডোনা নিজের বাড়িতেই ওড়িশি নাচের প্রশিক্ষণ দেন। তাঁর শিক্ষাকেন্দ্রের নাম ‘দীক্ষামঞ্জরী’। প্রত্যেক বছরের মতো এই বছরেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল দীক্ষামঞ্জরীতে। ছাত্রছাত্রীরাই এই অনুষ্ঠানের দায়িত্বে থাকেন। এছাড়াও প্রত্যেক বছর দীক্ষামঞ্জরীতে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। সেখানে যেমন একদিকে থাকে আবির মেখে রঙিন হওয়ার আয়োজন, তেমনই থাকে শাস্ত্রীয় নাচের আসরও। এছাড়াও প্রত্যেক বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানে উপস্থিত থাকেন নামিদামি ব্যক্তিরাও।

সদ্য অর্থনীতিতে স্নাতক হয়েছেন সানা গঙ্গোপাধ্যায়, তাঁর সমাবর্তনে লন্ডনে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। সেই সময়ে সেখানেি কাটিয়ে এসেছিলেন মাস দুয়েক। বর্তমানে লন্ডনে থাকছেন সানা। কর্মজীবনে প্রবেশ করেছেন তিনি সেখানেই ইনটার্নশিপ করছেন সৌরভ-কন্যা। আর তাই, মেয়ের জন্য মাঝেমধ্যেই লন্ডনে যেতে হয় ডোনাকে। এছাড়াও, নৃত্যানুষ্ঠানের জন্য হামেশাই দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সফর করতে হয় ডোনা গঙ্গোপাধ্যায়কে। 

    

 


আরও পড়ুন: Ranojoy Bishnu: রণজয়ের ছবি দেখিয়ে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি! তোলা হচ্ছে লাখ লাখ টাকা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন