Indian Cricket Board BCCI Provide Update On Mohammed Shami Post His Surgery

মুম্বই: গত বছর বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দল খেতাব জিততে না পারলেও, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হন তারকা ফাস্ট বোলার। প্রথম ভারতীয় হিসাবে বিশ্বকাপের মঞ্চে ৫০ উইকেটের গণ্ডিও পার করেন তিনি। তবে তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। চোটের কারণে কোনও ম্য়াচই খেলতে পারেননি শামি। এবার তাঁর ফিটনেস নিয়ে আপডেট দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)।

ব্যথা নিয়েই বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেন শামি। সাত ম্যাচে নেন ২৪ উইকেট। তবে তারপর থেকেই শামি মাঠের বাইরে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ফেরার পূর্বাভাস দিলেও, তা সম্ভব হয়নি। শেষমেশ ফিটনেস ফিরে পেতে অস্ত্রোপ্রচারই করাতে হয় তাঁকে। এবার ভারতীয় বোর্ডের তরফে তাঁর ফিটনেস নিয়ে আপডেট দেওয়া হল। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘গত ২৬ ফেব্রুয়ারি সফলভাবে মহম্মদ শামির ডান গোড়ালি অস্ত্রোপ্রচার হয়েছে। ওঁ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং নিজের রিহ্যাব সম্পূর্ণ করার জন্য শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে।’

শামি নিজেও ২৬ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া মারফত নিজের অস্ত্রোপ্রচারের খবর দিয়েছিলেন। তিনি লেখেন, ‘আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনে সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হতে খানিক সময় লাগবে বটে, তবে দ্রুত আবার নিজের পায়ে উঠে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছি।’ শামিকে দ্রুত চোট সারিয়ে ফেরার জন্য শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি। সেরে উঠুন তাড়াতাড়ি মহম্মদ শামি। আপনার মধ্যে যা সাহস রয়েছে, তা দিয়ে খুব দ্রুত এই চোট কাটিয়ে উঠবেন বলে আশা করছি।’ 

তবে শামির আসন্ন আইপিএলের আগে চোট সারিয়ে ফিরতে পারবেন না। যদিও শামির আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সের তরফে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে দলের ফাস্ট বোলিং বিভাগের নেতা যে তাঁদের হয়ে এ মরশুমে মাঠে নামবেন না, তা কার্যত নিশ্চিত। এমনকী শামির আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন রয়েছে। শোনা যাচ্ছে এই বছর তাঁকে আর মাঠে দেখা যাবে না। আদৌ তিনি বিশ্বকাপের আগে ফিট হতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: সিরিজ়ে পঞ্চম অভিষেক! ধর্মশালায় ভারতীয় একাদশে সুযোগ পাচ্ছেন পাড়িক্কাল?