Shahjahan arrested: শাহজাহান গ্রেফতার, মিষ্টি, লাল আবির,জয় শ্রীরাম স্লোগানে উৎসব সন্দেশখালিতে

শেখ শাহজাহানের গ্রেফতারির পর উৎসবের মেজাজ সন্দেশখালিতে। সকাল থেকে আসতবাজি পড়ানো শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। বাসিন্দারা একে অপরের মিষ্টি মুখ করছেন। দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সন্দেশখালির মানুষ বিভিন্ন এলাকায় আবির, মিষ্টিমুখের পাশাপাশি শোনা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান।

যে তিনজনের বিরুদ্ধে জমি কেড়ে নেওয়া ও যৌন হেনস্থার অভিযোগ ছিল সেই তিন তৃণমূল নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরা এখন জেলে। ৫৫ দিন পর মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত।

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। কয়েকদিন পরই সন্দেশখালিতে শাহজাহান, তাঁর ঘনিষ্ঠ শিবু, উত্তমদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়। সেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালিতে সন্ত্রাসরাজ চালানোর অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধর, হুমকি, অত্যাচার, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী। পরবর্তীতে উত্তম এবং শিবুকে গ্রেফতার করা হয়। পরে অজিত মাইতিকেও গ্রেফতার করে পুলিশ। তবে শাহজাহান এতদিন অধরা ছিল। শাহজাহানের গ্রেফতারিতে স্বস্তির ফেলছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন। গ্রেফতারিতেও ‘তেজ’ কমেনি শেখ শাহজাহানের, আদালতে ঢোকার সময় কী করলেন ‘সন্দেশখালির বাঘ’?

এক গ্রামবাসীর কথায়,’রাতের ঘুম কেড়ে নিয়েছিল শাহজাহানের দলবল। এতদিন আমরা ভোটে দিতে পারতাম না। এবার আশাকরি স্বস্তিতে ভোট দিতে পারব।’ অন্য এক গ্রামবাসীর কথায়, ‘বলা হচ্ছিল আমাদের সব অভিযোগ মিথ্যা। যদি মিথ্যাই হবে তবে শাহজাহান পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কেন?’ কেউ আবার বলছেন, ‘এবার থেকে শান্তিতে ঘুমতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না।’

আরওও পড়ুন। সন্দেশখালিবাসীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হননি শেখ শাহজাহান, জানালেন ADG

১ নম্বর ব্লকে ১৪৪ ধারা

বুধবার শেখ শাহজাহানকে গ্রেফতারির পর সন্দেশখালি ১ নম্বর ব্লকেও জারি করা হল ১৪৪ ধারা। এই প্রথম ওই ব্লকে ১৪৪ ধারা জারি করা হল। সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন এলাকা-সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৬টি জায়গায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৩টি এলাকায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর মধ্যে কয়েকটি এলাকার ১৪৪ ধারা মেয়াদ বাড়ানো হয়েছে। সন্দেশখালির দুটি ব্লক মিলিয়ে মোট ৪৯টি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।