Farmer’s Death in Punjab: পঞ্জাব-হরিয়ানা সীমানায় কৃষক মৃত্যু হয়েছিল আগ্নেয়াস্ত্রেই, প্রকাশ্যে রিপোর্ট

গত ফেব্রুয়ারিতেই দিল্লি চলো ২.০ শুরু করেছিলেন কৃষকরা। এই আবহে পঞ্জাব ও হরিয়ানা সীমানায় ধুন্ধুমার বেঁধেছিল কৃষক ও পুলিশদের। সেই সময়ই এক কৃষকের মৃত্যু হয়েছিল পঞ্জাবে। অভিযোগ উঠেছিল, হরিয়ানা থেকে ছুটে আসা গুলির আঘাতেই মৃত্যু হয়েছিল শুভকরণ সিং নামক সেই যুবকের। যদিও প্রাথমিক ভাবে কোনও আন্দোলনকারীর মৃত্যুর ঘটনা স্বীকার করেনি হরিয়ানা পুলিশ। পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন। এই আবহে শুভকরণের মৃত্যু নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। আর শুভকরণের ময়নাতদন্তের রিপোর্টে জানানো হচ্ছে, আগ্নেয়াস্ত্রেই মৃত্যু হয়েছে শুভকরণের। ২১ বছর বয়সি যুবকের মাথায় ‘বাইরের বস্তু’ পাওয়া গিয়েছে। যা সম্ভবত গুলির অংশ হতে পারে। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি হরিয়ানার খানাউরি সীমান্তে শুভকরণের মৃত্যু হয়েছিল। (আরও পড়ুন: সব অঙ্ক কষে কাজ সেরেছে অর্থ বিভাগ, অবশেষে কেন্দ্রীয় হারে ডিএ মিলবে এই রাজ্যে)

আরও পড়ুন: এই শেষ সুযোগ! পকেট ভরাতে মার্চের শুরুতে চোখ থাকুক এই সব ডেডলাইনে

এদিকে অনেক কৃষকের দেহেই ধাতব ছররার গুলির দাগ দেখা গিয়েছে। এই আবহে ছররর গুলি শুভকরণের খুলি ভেদ করে ঢুকে পড়ে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এদিকে শুভকরণের ময়নাদতন্তে দেখা গিয়েছে, তাঁর দেহের অন্য কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই। তবে খুলির পিছনেই একটি ক্ষত রয়েছে। এই আবহে পাটিয়ালা পুলিশের কাছে এই ময়নাতদন্তের রিপোর্ট জমা পেড়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। এদিকে শুভকরণের মাথায় থাকা ধাতব বস্তুটিও প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুভকরণের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। (আরও পড়ুন: মঙ্গলে নির্মলা দর্শন ডিএ আন্দোলকারীদের, আর বৃহস্পতি রাতেই এল লক্ষ্মীলাভের খবর!)

আরও পড়ুন: ‘…গ্যাসের দাম ২০০০ হবে’, মমতার দাবির পর বাংলায় LPG সিলিন্ডারের দাম বেড়ে ১৯১১ হল

এদিকে এসবের মাঝেই হরিয়ানা-পঞ্জাব সীমান্তে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএ-র অধীনে মামলা রুজু করার ঘোষণা করেছিল আম্বালা পুলিশ। তবে সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আম্বালার আইজিপি সিবাশ কবিরাজ জানান, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। তবে সম্প্রতি কৃষক আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা পুলিশ। সরকারি সম্পত্তি নষ্ট করা কৃষকদের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছেন হরিয়ানা পুলিশের ডিএসপি যোগিন্দর শর্মা। প্রসঙ্গত, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের দাবিতে এই আন্দোলন শুরু করেছেন কৃষকরা।