Indian Cricket Team For T20 World Cup 2024 To Be Announced When Know Probable Date

নয়াদিল্লি: আইসিসি খেতাব জয়ের অপেক্ষা এক দশক পার করেছে। গত বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও খেতাব জেতা হয়নি। খেতাব জয়ের অপেক্ষার অবসান ঘটাতে ফের একবার মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ়ে আয়োজিত বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। সেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা কবে হবে?

রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ তারিখ, টুর্নামেন্ট শুরুর ঠিক এক মাস আগে, ১ মে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবকয়টি দলই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করবে। তবে সেই দলে কিন্তু প্রয়োজনে বদল ঘটানো যাবে। বদল ঘটানোর সময়সীমা ২৫ মে পর্যন্ত। তবে আইসিসির টেকনিক্যাল কমিটির সম্মতির পরেই সেই বদল ঘটানো সম্ভব। বিশ্বকাপের প্রস্তুতির পূর্বে ভারতীয় দলের আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ় নেই। টিম ইন্ডিয়ার তারকারা চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের পরেই আইপিএলে অংশগ্রহণ করবেন।

২৭ মে আইপিএলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা। অর্থাৎ টুর্নামেন্টের মাঝপথেই ভারতীয় নির্বাচকদের বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে এবং ফাইনাল আয়োজিত হওয়ার আগেই স্কোয়াড নিশ্চিত করে ফেলতে হবে। রিপোর্টে দাবি করা হয় বিশ্বকাপের মূলপর্বের ম্যাচগুলি শুরুর আগে প্রতিটি দলই দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। কোন দলের ম্যাচ কখন, সেই অনুযায়ী নির্ধারিত হবে প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ। দলে যারাই সুযোগ পান না কেন, ভারতীয় দল যে রোহিত শর্মার নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে, তা কার্যত নিশ্চিত।

ভারতীয় দল ৫ জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ৯ জুন ওই একই মাঠে আয়োজিত হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের মহাদ্বৈরথ। ১২ জুন আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ম্যাচ। আর তার তিনদিন পর, অর্থাৎ ১৫ জুন কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ পর্বের ম্যাচ।

এই বিশ্বকাপে সদ্য গোড়ালির অস্ত্রোপ্রচার ঘটানো মহম্মদ শামির খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। প্রশ্নচিহ্ন রয়েছে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে নিয়েও। দুই তারকা সদ্যই বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছেন। তাঁরা আদৌ অদূর ভবিষ্যতে ভারতীয় দলে সুযোগ পাবেন কি না, সেই নিয়ে তাই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: কিছু খেলোয়াড়ের তো সমস্যা হবেই, নাম না করে শ্রেয়স-ঈশানকে বিঁধলেন কপিল