Local train services in Sealdah: বাতিল থাকছে না ২৭৮ লোকাল ট্রেন! শনি ও রবিতে শিয়ালদা ডিভিশনে কীরকম পরিষেবা মিলবে?

দমদম জংশনে যে নন-ইন্টারলকিংয়ের কাজ হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে দেওয়া হল। শুক্রবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত শিয়ালদা ডিভিশনের দমদম জংশনে নন-ইন্টারলকিংয়ের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে আপাতত সেই কাজ করা হচ্ছে না। তবে ঠিক কোন কারণে নন-তইন্টারলকিং সংক্রান্ত কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল থাকার বিজ্ঞপ্তি জারির পরদিনই সেটা ফিরিয়ে নেওয়া হল, তা পূর্ব রেলের তরফে জানানো হয়নি। পূর্ব রেলের তরফে শুধুমাত্র বলা হয়েছে, ‘আমাদের পরিষেবা সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যাত্রীদের স্বার্থেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

যদিও কী কারণে নন-ইন্টারলকিংয়ের কাজ পিছিয়ে দেওয়া হল, তা নিয়ে মাথা ঘামাতে চান না যাত্রীদের একাংশ। কারণ শনিবার এবং রবিবার মিলিয়ে শিয়ালদা ডিভিশনে ২৭৮টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল। আটটি এক্সপ্রেস বা মেল বা মেমু ট্রেন চলবে না বলেও জানানো হয়েছিল। সেই পরিস্থিতিতে দুশ্চিন্তায় ঘুম উড়ে গিয়েছিল মাদ্রাসা শিক্ষক নিয়োগের চাকরিপ্রার্থীদের একাংশ। পরীক্ষার দিনে (রবিবার, ৩ মার্চ) এতগুলি ট্রেন বাতিল থাকায় তাঁরা কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবেন, তা নিয়ে উদ্বেগে ভুগছিলেন।

আরও পড়ুন: Kolkata Police Recruitment 2024: কলকাতা পুলিশে ৩,৭৩৪ কনস্টবেল পদে নিয়োগ! মাধ্যমিক পাশেই চাকরি, কতদিন আবেদন চলবে?

শুক্রবার পূর্ব রেলের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করার পরে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আর পাঁচটা শনিবার এবং রবিবার শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় যেরকমভাবে ট্রেন চলাচল করে, সেভাবেই ২ মার্চ এবং ৩ মার্চ পরিষেবা মিলবে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘(নন-ইন্টারলকিংয়ের কাজ না হওয়ায়) ওই দিনগুলিতে স্বাভাবিক পরিষেবা মিলবে।’

কবে ফের সেই নন-ইন্টারলকিংয়ের কাজ হবে, তা অবশ্য পূর্ব রেলের তরফে জানানো হয়নি। একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে আগামী সপ্তাহে সেটা হতে পারে। কিন্তু রেলের তরফে সরকারিভাবে সেরকম কিছু জানানো হয়নি। পরবর্তীতে পূর্ব রেলের তরফে সেই সংক্রান্ত কোনও তথ্য জানানো হলে তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় দেখতে পারবেন। সেইসঙ্গে মেট্রো রেলওয়ে সংক্রান্তও যাবতীয় খবর পাবেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য়।

আরও পড়ুন: Nashipur rail bridge inauguration: শনিবারই নশিপুর সেতুর উদ্বোধন! কলকাতা থেকে উত্তরবঙ্গ যেতে ৩ ঘণ্টা কম লাগবে