MK Stalin: শুভ জন্মদিন স্ট্যালিন, আপনার প্রিয় ভাষাতেই, ISRO অ্যাডে চিনের পতাকা, মোক্ষম খোঁচা দিল বিজেপি

এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে জোর খোঁচা। তামিলনাড়ুতে ইসরোর নতুন একটি উদ্বোধনী অনুষ্ঠানের বিজ্ঞাপনে চিনের পতাকা ব্য়বহার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বলে খবর। এরপরই এনিয়ে তীব্র কটাক্ষ বিজেপির।

বিজেপি এক্স হ্যান্ডেলে লিখেছে, তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে সম্মানীয় মুখ্য়মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। থিরু এমকে স্ট্যালিনকে শুভ জন্মদিনে তাঁর প্রিয় ভাষাতেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি দীর্ঘজীবী হোন ও সুস্বাস্থ্যের অধিকারী হোন। কার্যত সেই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে চিনের ভাষা।

ইসরোর রকেটের বিজ্ঞাপন দিয়েছিল তামিলনাড়ু সরকার। সেখানে একটা ছবি ছিল। সেই ছবিতে ছিল চিনের পতাকা। বুধবার বিভিন্ন দৈনিক কাগজে সেই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদী যে স্পেসপোর্ট তৈরির শিলান্য়াস করার আগে তামিলনাড়ুর মন্ত্রকের এই বিজ্ঞাপনকে ঘিরে শোরগোল পড়ে যায়।

ডিএমকে মৎস্যমন্ত্রী অনিতা আর রাধাকৃষ্ণানের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজাইনার ব্যাপারটি তৈরি করেছিলেন। এর মধ্য়ে দলের কোনও অভিপ্রায় ছিল না।

 

আসলে বুধবার সকালে তামিলনাড়ুর উপকূলবর্তী কুলশেখরপত্তনম গ্রামে ভারতের দ্বিতীয় ‘স্পেসপোর্ট’-র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। একাধিক রিপোর্ট অনুযায়ী, সেই অনুষ্ঠানের জন্য তামিলনাড়ুর মৎস্যমন্ত্রী অনিতা রাধাকৃষ্ণন একটি বিজ্ঞাপন প্রকাশ করেন। ওই ‘স্পেসপোর্ট’-র ভিত্তিপ্রস্তর স্থাপনের ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি এবং বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা তুলে ধরেন। আর সেই বিজ্ঞাপনেই যে ছবি ব্যবহার করা হয়, তাতে চিনের পতাকা লাগানো ছিল বলে অভিযোগ করা হয়েছে।

তবে বিজেপি অবশ্য় বিষয়টি হালকাভাবে নেয়নি। বিজেপির পক্ষ থেকে এনিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছিল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন। বুধবার তামিলনাড়ুর তিরুনেভেলির সভা থেকে মোদী বলেন, ‘ডিএমকে এমন একটি দল, যারা নিজেরা কাজ তো করে না। কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য সবসময় এগিয়ে থাকে। এটা কে জানেন না যে আমাদের চালু করা প্রকল্পে ওরা নিজেদের স্টিকার সেঁটে দেয়। এবার তো সব সীমা অতিক্রম করে গিয়েছে। ওরা তামিলনাড়ুতে ইসরোর লঞ্চপ্যাডের ক্রেডিট নেওয়ার জন্য চিনের স্টিকার সাঁটিয়ে দিয়েছে।’ তিনি আরও জানিয়েছিলেন, ‘তামিলনাড়ুর ডিএমকে নেতারা কিছু দেখতেই পান না। আর যাঁরা দেখতে পান না, তাঁদের কী বলা হয়, সেটা আপনারা জানেন। তাই ভারতের উন্নতি দেখতে তৈরি নন তাঁরা। তাই তাই ভারতের মহাকাশ ক্ষেত্রের উন্নতি দেখতে তৈরি নন তাঁরা। আপনারা কর হিসেবে যে টাকাটা দেন, সেটা দিয়ে বিজ্ঞাপন দেন ওঁরা। আর তাতে ভারতের পতাকা দেখাননি। তাঁরা মহাকাশ ক্ষেত্রে ভারতের উন্নতি দেখাতে চান না। ওঁরা আমাদের বিজ্ঞানী এবং আপনাদের অপমান করেছেন।’