Women’s red-ball cricket to return to India’s domestic calendar announces BCCI know in details

মুম্বই: ছ’বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছে মহিলাদের(Womens Cricket) লাল বলের টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়ে দিল, ২৮ মার্চ থেকে পুণেতে সিনিয়র মহিলাদের আন্তঃ আঞ্চলিক লাল বলের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। ২০১৮ সালে একটি দুদিনের ম্যাচ হয়েছিল মহিলাদের। সেটাই ছিল সিনিয়র মহিলাদের জন্য ঘরোয়া ক্রিকেটের শেষ কোনও লাল বলের টুর্নামেন্ট।

গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া – পরপর দুই দেশের বিরুদ্ধে একটি করে টেস্ট ম্যাচ খেলেছিলেন হরমনপ্রীত কৌররা। জিতেওছিলেন। তার আগে, ২০২১ সালে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়া সফরেও দুই দলের বিরুদ্ধে টেস্ট খেলেছিল ভারত। তবে তার আগে ভারতীয় মহিলা দল টেস্ট ক্রিকেট খেলেছিল ২০১৪ সালে। সেবার ঘরের মাঠে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিল ভারত।

চলতি মাসের ২৮ তারিখ থেকে পুনেতে মহিলাদের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই মেগা টুর্নামেন্টে ছ’টি দল অংশ নেবে। পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বের দলগুলি এই প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো পাঁচ ম্যাচের সিরিজে মাঠে নামবে। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সরাসরি সেমিফাইনালে রাখা হয়েছে। বাকি চার দল খেলবে কোয়ার্টার ফাইনাল। যে দুই দল জিতবে, তারা ৩ এপ্রিল থেকে খেলবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। ৯ এপ্রিল থেকে হবে ফাইনাল। সব ম্যাচই হবে তিনদিনের।

ডব্লিউপিএলের ফাইনাল ১৭ মার্চ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তার ঠিক ১০ দিনের মাথায় হবে আঞ্চলিক এই লাল বলের টুর্নামেন্ট।

ভারতীয় মহিলা দল সম্প্রতি কয়েকটি লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সেখানে ভারতের পারফরম্যান্সও সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। এটা এখন স্পষ্ট যে, ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা ক্রিকেটারদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বড় দলকে টেস্ট ম্যাচে হারিয়েছে টিম ইন্ডিয়া। তারপর থেকেই মহিলাদের লাল বলের ক্রিকেটে আরও উদ্যোগী হওয়ার কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।                                      

আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন