ইউক্রেনে রুশ ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। শনিবারের (২ মার্চ) এই হামলায় তিন বছরের এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন। ব্রিটিশ বার্তা সংস্থা  রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ ড্রোন হামলার ভয়াবহতা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওডেসা শহরের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। সেই হামলায় ১৮টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন পাঁচ জন।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেন, রুশ ড্রেন হামলায় আট জন আহত হয়েছেন। কিন্তু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজছেন উদ্ধারকর্মীরা।

জেলেনস্কি বলেন, রাশিয়া শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছে। এই ড্রোন ইরানের তৈরি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এই দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা করে আসছে রাশিয়া।