Bankura News: মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন আগেই, সেই একই ইউনিটে ফিতে কাটলেন টিএমসি MLA

সামনেই লোকসভা ভোট। বিভিন্ন জায়গায় আচমকাই উদ্বোধনের সুনামি শুরু হয়ে গিয়েছে। দিন দুয়েক আগেই বড়জোড়াতে সুপার স্পেশালিটি ইউনিটের উদ্বোধন করেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী। জেলায় প্রশাসনিক সভা থেকেই তিনি ওই ইউনিটের উদ্বোধন করেন। আর শুক্রবার দেখা গেল সেই বড়জোড়া ইউনিটে একেবারে সাজো সাজো রব। চারদিকে সাজনো হয়েছে। এরপর এলেন বিধায়ক অলক মুখোপাধ্য়ায়। তিনি তৃণমূল বিধায়ক। এরপর তিনি ওই বড়জোড়া সুপার স্পেশালিটি ইউনিটের ফিতে কেটে ‘উদ্বোধন’ করেন। এদিকে এনিয়ে আমন্ত্রণপত্রও করা হয়েছিল। আর সেখানেই জ্বলজ্বল করে লেখা উদ্বোধন শব্দটি। তবে এটা যদি উদ্বোধন হয় তবে মুখ্য়মন্ত্রী দিন দুয়েক আগে প্রশাসনিক সভা থেকে যেটা করলেন সেটা আসলে কী? প্রশ্ন অনেকের।

এনিয়ে ইতিমধ্য়েই বিভ্রান্তি ছড়িয়েছে। মুখ্য়মন্ত্রীর উদ্বোধন করার পরে ফের দলেরই বিধায়ক কীভাবে সবুজ ফিতে কেটে সেই একই ইউনিটের উদ্বোধন করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে গোটা ঘটনায় স্বাস্থ্য় দফতরের অন্দরে চরম অস্বস্তি দেখা দিয়েছে। কারা এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কিন্তু বিধায়ক কী বলছেন? আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিধায়ক জানিয়েছেন, এসব অপব্যাখা করা হচ্ছে। মুখ্য়মন্ত্রী নিজে এই ইউনিটের উদ্বোধন করেছ। বিষয়টি সাধারণ মানুষের কাছে প্রচার করার লক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কিন্তু তিনি তো একেবারে সবুজ ফিতে কেটে ফেললেন। এনিয়ে দলের অন্দরে অস্বস্তি একেবারে চরমে। এমনকী সংবাদমাধ্যমের সামনে ইতিমধ্য়েই কয়েকজন নেতা নেত্রী মুখ খুলতে শুরু করেছেন। এমনকী বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়তে হতে পারে এই আশঙ্কায় একাধিক তৃণমূল নেতা এই অনুষ্ঠানস্থল এড়িয়ে যান। এমনকী যাতে বিধায়ক সবুজ ফিতে না কাটেন সেকারণে নাকি বিধায়ককে সতর্কও করা হয়েছিল। তারপরে কেন তিনি ফিতে কাটলেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।

এদিকে মুখ্য়মন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রশাসনিক সভা থেকে। আর সেটাকেই আনুষ্ঠানিক উদ্বোধন বলে ধরে নেওয়া হয়। ফলকেও উদ্বোধক হিসাবে মুখ্য়মন্ত্রীর কথাই বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করা থাকে। কিন্তু এক্ষেত্রে একেবারে উলটো ছবি। একে তো আমন্ত্রণ পত্রে উদ্বোধনের কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গেই একেবারে সবুজ ফিতে কেটে উদ্বোধন করলেন বিধায়ক। তবে কি প্রচারের আলো যাতে বিধায়কের উপরেও পড়ে সেকারণেই এই মরিয়া চেষ্টা? কিন্তু তাতে তো এবার হিতে বিপরীত হল।