Ireland record maiden Test win, goes past giants India, New Zealand, South Africa get to know

আবুধাবি: ২০১৮ সাল থেকে টেস্ট খেলিয়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল তারা। কিন্তু প্রথম জয় এল ২০২৪ সালে। আফগানিস্তানের বিরুদ্ধে গতকাল ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড (Ireland vs Afganistan)। প্রথম টেস্ট জয় এটি আইরিশদের। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই তারা টেক্কা দিল ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত প্রথমসারির ক্রিকেট দলগুলোকে। 

২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৬টি টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। এই প্রথম জয় ছিনিয়ে নিল তারা। ভারত তাদের প্রথম টেস্ট ম্য়াচ খেলেছিল ১৯৩২ সালে। লর্ডসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে মুখােমুখি হয়েছিল সেই ম্য়াচে ভারত। কিন্তু সেই ম্য়াচে হারতে হয় তাদের। এমনকী প্রথম ২৫টি ম্য়াচে কোনও জয় পায়নি ভারত। লাল বলের ফর্ম্য়াটে ভারত প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল ২৬ তম ম্য়াচে। 

প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তোলা নিউজিল্যান্ড তাঁদের প্রথম টেস্ট জিততে সময় নিয়েছিল ৪৫ ম্য়াচ। সেখানে দক্ষিণ আফ্রিকা ১২টি টেস্ট খেলার পর প্রথমবার এই ফর্ম্য়াটে জয় ছিনিয়ে নেয়।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ১৮৭৭ সালে। সেই ম্য়াচে ৪৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যাঙ্গারু বাহিনী। সেই সিরিজের দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ডও জয় ছিনিয়ে নিয়েছিল পাল্টা। ১৯৫২ সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে দিল্লিতে তাঁদের টেস্টে অভিযান শুরু করে। সেই ম্য়াচে ইনিংস ও ৭০ রানে জয় ছিনিয়ে নেয় লালা অমরনাথের ভারত। কিন্তু পরের টেস্টে ভারতকে ইনিংস ও ৪৩ রানে হারিয়ে দেয় আব্দুল কাদেরের পাকিস্তান দল। 

 

আরও দেখুন