North Bengal Separate State Demand: লক্ষ্য আলাদা রাজ্য, নির্দল হিসাবে লড়ব….বিস্ফোরক উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক

পাহাড়ে লোকসভা ভোট মানেই গোর্খাল্যান্ড ইস্যুকে আবার সামনে এনে কোনওরকমে ভোট বৈতরনী পেরিয়ে যাওয়া। বছরের পর বছর ধরে এটাই চলে আসছে। তবে এবার তার সঙ্গেই বিজেপির একাংশ দাবি তুলতে শুরু করেছেন, ভূমিপূত্রকেই প্রার্থী করতে হবে। বহিরাগত প্রার্থী মানব না। আর সেই দাবিকে সামনে রেখে এবার ফের বিস্ফোরক মন্তব্য করলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এদিকে এবার পাহাড়ে হর্ষবর্ধন শ্রীংলা প্রার্থী হতে পারেন বলে খবর। বিজেপি শিবিরে এনিয়ে কানাঘুষো তৈরি হয়েছে। আর তা নিয়েও মুখ খুলেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। 

এমনকী পরিস্থিতি এতটাই জটিল যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও মুখ খুলতে শুরু করেছেন তিনি। এনিয়ে অশনি সংকেত দেখছেন অনেকেই। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিবার ভোট এলে পাহাড়ে এক অদ্ভূত সমীকরণ তৈরি হয়। পরে আবার সেই সমীকরণ ভেঙেও যায়। 

টিভি৯ এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে কার্শিয়াংয়ের বিধায়ক বলেন, আলাদা রাজ্যই লক্ষ্য। এনিয়ে মিথ্য়াচার করছেন সুকান্ত মজুমদার।  আমাকে একঘরে করার চেষ্টা করছেন। আমি উত্তরবঙ্গ জুড়ে বিজেপি বিধায়কদের নিয়ে একাধিক বৈঠক করেছি। তাঁরাও সঙ্গে আছেন। বিজেপির প্রার্থী বহিরাগত হলে নির্দল হয়ে দাঁড়াবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

কার্যত দলের অন্দরেই ভোটের মুখে অস্বস্তির বাতাবরণ। সব মিলিয়ে একেবারে অস্বস্তি চরমে। আর বিজেপি বিধায়ক নিজেই বলছেন, ১৬ লক্ষ মানুষ জেলায় আছেন। কাউকেই প্রার্থী বলে যোগ্য মনে হয় না দলের? কেউ নেই? জেলার মানুষকে অযোগ্য ভেবে পরপর চারবার বাইরের লোককে এনে জেতাল দল। আর কতবার? 

তিনি জানিয়ে দিয়েছেন, স্থানীয় প্রার্থী না দিলে লড়াই করব ভোটে। পাহাড়ে বিজেপির ভোট আমার ঝুলিতেই যাবে। সমতলে রাজবংশী ভোটও আমরাই পাব। আমি ছাড়াও অনেকে এভাবে নির্দল লড়তে পারেন। লক্ষ্য কোচবিহার থেকে মালদা, আলাদা রাজ্য। 

অর্থাৎ সামনে ভোট। ফের আলাদা রাজ্যের ধুয়ো তুলে দিলেন খোদ বিজেপি বিধায়ক।তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিক বিজেপি বিধায়ক এনিয়ে সওয়াল করেছিলেন।এমনকী কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও একটা সময় এই দাবি করেছিলেন। পরে সেই দাবি থিতিয়ে গিয়েছিল। কারণ এই দাবির পাশে পাওয়া যায়নি বিজেপির অনেককেই। এরপরেও এনিয়ে নতুন করে ফের ধুয়ো তুলে দিলেন বিজেপিরই বিধায়ক। একদিকে আলাদা রাজ্য়ের দাবি, আর অন্যদিকে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে মুখ খুললেন কার্শিয়াংয়ের বিধায়ক।