Rent a bike service:বাইক ভাড়া নিয়েই ঘোরা যাবে দিঘা, মন্দারমণিতে, চালু হচ্ছে নয়া পরিষেবা

বাংলার পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল সমুদ্র সৈকত দিঘা, মন্দারমণি আবার পাহাড়ে দার্জিলিং, শিলিগুড়ি। সারা বছরই এই সমস্ত স্থানে পর্যটকদের ভিড় থাকে। এমন অনেকেই রয়েছেন যারা বাইকে করে এই সমস্ত পর্যটন কেন্দ্র ঘুরে বেড়াতে চান। তবে অনেকের ক্ষেত্রে তার সম্ভব হয় না। গোয়া এবং সিঙ্গাপুরে এই ব্যবস্থা চালু রয়েছে। এবার সেই ধাঁচেই দি, মন্দারমণি, শিলিগুড়ি, দার্জিলিংয়ে বাইক ভাড়া নিয়ে ঘোরার ব্যবস্থা চালু হতে চলেছে। পর্যটকদের সুবিধার্থে সেখানে চালু হবে ‘রেন্ট আ বাইক’ পরিষেবা। এমনটাই জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন: বাইক ট্যাক্সির বাণিজ্যিক লাইসেন্স দেওয়া শুরু, কত খরচ পড়ছে?

শুক্রবার সল্টলেকে বাইক ট্যাক্সির পারমিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। সেখানে তিনি জানান, বেশ কিছু জায়গায় বাইক ভাড়া করে চালানোর বিষয়টি চালু আছে। এবার এ রাজ্যেও এই ব্যবস্থা চালু করা হল। তাছাড়া উত্তরবঙ্গের কিছু জায়গায় এই ব্যবস্থা চালু ছিল। সেগুলিকে আইনসিদ্ধ করা হচ্ছে। এর ফলে যারা পর্যটনস্থলে বাইকে করে ঘুরতে চান এতে তাদের সুবিধা হবে। এই ৪টি জায়গার পাশাপাশি কলকাতাতেও এই পরিষেবা শুরু করা হবে। এর জন্য এই পারমিট দেওয়ার ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। এদিন ট্যাক্সি চালকের হাতে বাণিজ্যিক গাড়ির পারমিট তুলে দেন পরিবহণ মন্ত্রী। সে ক্ষেত্রে নিয়ম মেনে বাইক চালানোর অনুরোধ করেন পরিবহণ মন্ত্রী। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন প্রাইভেট নম্বর প্লেটে বাইক ভাড়া খাটানো বেআইনি।

প্রসঙ্গত, বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে আনতে আগেই তাদের বাণিজ্যিক নম্বর প্লেট দেওয়ার কথা ঘোষণা করেছিল পরিবহণ দফতর। সেই মতো শুরু হয়ে যায় বাণিজ্যিক নম্বর প্লেট দেওয়া। ৬ মাস ধরে চলছে এই প্রক্রিয়া। এর জন্য প্রত্যেক জেলায় শিবির করা হয়। তবে তাতে বাইক চালকরা খুব বেশি আগ্রহ দেখাইনি। ফলে সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়। আবার হাওড়া, শিয়ালদহ এবং বিভিন্ন স্টেশনে যাত্রীদের কাছে বড় বড় ব্যাগ থাকে। সেই ব্যাগ নিয়ে তারা বাইকে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন বলেও অভিযোগ করেন বাইক চালকদের একাংশ তাদের দাবি, এ ক্ষেত্রে কিছু নিয়ম করা প্রয়োজন।