IND vs PAK: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ১.৮৬ কোটি!

<p><strong>নয়াদিল্লি:</strong> ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর বিশ্বকাপ মানেই ক্রিকেটপ্রেমীরা যে ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে, সেটা হল ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) লড়াই। ৯ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্কে একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচ বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, তা ঘিরে অনুরাগীদের উন্মাদনা বরাবরই। সেই ম্যাচের এক একটি টিকিটের দাম নাকি কোটি ছুঁয়েছে।</p>
<p>দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের টিকিটের দাম প্রাথমিকভাবে ছয় ডলার অর্থাৎ ৪৯৭ টাকার মতো নির্ধারিত করা হলেও, রিসেল মার্কেটে টিকিটের দাম আকাশছোঁয়া। আইসিসির সরকারি ওয়েবসাইটে হু হু করে টিকিট বিকোচ্ছে। তা অবশ্য খুবই স্বাভাবিক। কিন্তু তারপর ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে সেই টিকিটগুলিকে পুনরায় বিক্রির জন্য তোলা হচ্ছে। প্রতিটি টিকিটের অন্তত প্রাথমিক দামের মূল্যের দ্বিগুণ দামে বিক্রি তো হচ্ছেই, এমনকী কয়েকটি টিকিটের দাম নাকি কোটি টাকা।</p>
<p>ভারত-পাকিস্তান ম্যাচের জন্য এক ওয়েবসাইটে রিসেল টিকিটের সর্বোচ্চ দাম এক লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। এর সঙ্গে অ্যাডিশনাল ফি ৫০ হাজার মার্কিন ডলার মিলিয়ে টিকিটের দাম গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ১কোটি ৮৬ লক্ষ টাকা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে যুক্তরাষ্ট্রে এই টিকিটের দাম যে কোনও এনবিএ ফাইনালের ম্যাচের টিকিটের সমতুল্য। এই মূল্যই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উন্মাদনা, উত্তেজনা ঠিক কতটা, তা প্রমাণ করে দেয়।</p>
<p>এই টুর্নামেন্টের আগে ভারতীয় দল আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে না। আইপিএল ফাইনালের দিনকয়েক পরেই শুরু হতে চলেছে বিশ্বকাপ। টুর্নামেন্টের জন্য <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের ঘোষণা কবে হবে? রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ তারিখ, টুর্নামেন্ট শুরুর ঠিক এক মাস আগে, ১ মে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবকয়টি দলই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করবে। তবে সেই দলে কিন্তু প্রয়োজনে বদল ঘটানো যাবে। বদল ঘটানোর সময়সীমা ২৫ মে পর্যন্ত। তবে আইসিসির টেকনিক্যাল কমিটির সম্মতির পরেই সেই বদল ঘটানো সম্ভব।</p>
<p>২৭ মে&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ফাইনাল আয়োজিত হওয়ার কথা। অর্থাৎ টুর্নামেন্টের মাঝপথেই ভারতীয় নির্বাচকদের বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে এবং ফাইনাল আয়োজিত হওয়ার আগেই স্কোয়াড নিশ্চিত করে ফেলতে হবে।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></em></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="লায়নের স্পিনের ফাঁদে নাস্তানাবুদ নিউজ়িল্যান্ড, ১৭২ রানে জিতল অস্ট্রেলিয়া" href="https://bengali.abplive.com/sports/cricket/nathan-lyon-spins-australia-to-win-1st-test-vs-new-zealand-1050392" target="_self">লায়নের স্পিনের ফাঁদে নাস্তানাবুদ নিউজ়িল্যান্ড, ১৭২ রানে জিতল অস্ট্রেলিয়া</a>&nbsp;</strong></p>