Justice Abhijit Ganguly resigning: ‘রাজনৈতিক ময়দানেই যাব’, ইস্তফা দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ইস্তফা দিতে চলেছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই বাংলা সংবাদমাধ্যম এবিপি আনন্দে তিনি বলেন, ‘আমি খুব শীঘ্রই রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে। আর আমি সেটা করব মঙ্গলবার। ইস্তফাই আমি দিতে চাই।’ আর ইস্তফার পরে তিনি কী করবেন, সেটাও জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রাজনৈতিক ময়দানেই যাব।’ তবে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, তা জানাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই দলটা যে তৃণমূল কংগ্রেস নয়, তা স্পষ্ট করে দিয়েছেন।

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘আমরা বহু আগেই বলেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন রাজনৈতিক বোড়ে। আমাদের অভিযোগকে মান্যতা দেওয়ার জন্য অভিজিৎবাবুকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিয়োগ-সহ গোটা দুর্নীতির অভিযোগটাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ল। ভোঁতা হয়ে গেল শেষ দুই-আড়াই বছরের যাবতীয় আলোচনা, সমালোচনা..।’

(বিস্তারিত পরে আসছে)