Pakistani Terrorist Died: লস্করের ‘ছকবাজ’ জঙ্গির মৃত্যু পাকিস্তানে, মুম্বই হামলার মূল চক্রী

পাকিস্তানের কুখ্যাত জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার ইনটেলিজেন্স চিফ আজম চিমা ফৈজলাবাদে মারা গিয়েছে বলে খবর। হার্ট অ্য়াটাকেই তার মৃত্যু হয়েছে বলে খবর। তবে তার মৃত্যুকে ঘিরে অবশ্য় পাকিস্তানের বিভিন্ন মহলে রহস্য চরমে উঠেছে। কারণ গত কয়েক মাসে দেখা গিয়েছে রহস্যময়ভাবে একের পর এক জঙ্গিনেতার মৃত্যু। এরপরই আতঙ্ক গ্রাস করে জঙ্গিদের মধ্য়ে। এদিকে পাকিস্তানের তরফে দাবি করা হয়, এর পেছনে ভারতের কোনও এজেন্সির হাত থাকতে পারে। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে।

তবে নিউদিল্লির তরফে এই ধরনের কোনও দাবিকে মানতে চাওয়া হয়নি। আর এই ধরনের তালিকা যদি থাকত তবে তার একেবারে মাথায় যে জঙ্গির নাম থাকত সেটা হল এই চিমা। তারপর হাফিজ সৈয়দ ও মাসুদ আজহারের নামও থাকত।

এদিকে এই চিমা ছিল ২৬-১১ মুম্বই জঙ্গি হামলা ও ২০০৬ সালে মুম্বইতে ট্রেনে হামলার অন্যতম চক্রী। ৭০ বছর বয়সে মৃত্যু হয়েছে এই কুখ্য়াত জঙ্গির। পাকিস্তানের ভাওয়ালপুরে থাকত এই জঙ্গি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার। সূত্রের খবর, ল্যান্ড ক্রুজার গাড়িতে চেপে ৬জন দেহরক্ষীকে নিয়ে ঘুরে বেড়াত এই জঙ্গি। মাঝেমধ্য়ে লাহোর ও করাচির জঙ্গি ডেরাতে আসত সে।

সূত্রের খবর, ২০০০ সালের মাঝামাঝি এই জঙ্গি স্যাটেলাইট ফোনের মাধ্যমে ভারতে স্লিপিং সেলের সঙ্গে যোগাযোগ রাখত। এমনকী ভারতের ম্যাপ সম্পর্কে নাকি এই জঙ্গির প্রবল দক্ষতা রয়েছে। এই জঙ্গি ভারতে কোথায় কোন জায়গায় মূল স্থাপত্যগুলি রয়েছে সেগুলি চিহ্নিত করতে একেবারে সিদ্ধহস্ত ছিল। একটা সময় ভাওয়ালপুরে লস্করের লেফটেনান্ট কমান্ডার হিসাবেও কাজ করত সে। কার্যত ভারতবিরোধী নানা চক্রান্ত করতে পটু ছিল এই ব্যক্তি। তবে তার মৃত্যুতে অবশ্য় কিছুটা হলেও দুর্বল হল লস্কর জঙ্গিগোষ্ঠী।

ভারতের একাধিক জঙ্গি হানায় নাম জড়িয়েছিল এই ব্যক্তির। পাকিস্তানে বসে ভারতবিরোধী ছক তৈরি করত এই জঙ্গি। এমনটাই অভিযোগ।