WB BJP Candidates for Lok Sabha: জনসভা শেষ হতেই সুকান্ত-শুভেন্দুকে ডাকলেন মোদী, প্রর্থী ঘোষণার জল্পনার মাঝে বৈঠকে ৩ জন

বিজেপির প্রার্থীদের প্রথম তালিকা নাকি তৈরি হয়ে গিয়েছে। বাংলার বহু কেন্দ্রের প্রার্থীর নামও নাকি আছে সেই তালিকায়। শনিবারই এই তালিকা প্রকাশ হতে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে। এই জল্পনার মাঝেই আজ বঙ্গ সফরের দ্বিতীয়দিনে কৃষ্ণনগরে সভা করেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকের পরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে নিলেন মোদী। জানা গিয়েছে, আজ জনসভার পর ২২ মিনিটের সংক্ষিপ্ত বৈঠক হয় তিনজনের। সেই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এর মধ্যে রিপোর্টে দাবি করা হয়, সাংগঠনিক বিষয় ছাড়াও সিএএ নিয়েও আলোচনা হয় তিনজনের বৈঠকে। উল্লেখ্য, কয়েকদিন আগেই রিপোর্টে দাবি করা হয়েছিল, সিএএ কার্যকর হবে মার্চের প্রথম দিকেই। এরই মাঝে বাংলায় দেখা গিয়েছিল আধার বিতর্ক। অভিযোগ উঠেছিল, অনেকের আধার নিষ্ক্রিয় হয়েছে। এই পরিস্থিতে জল্পনা তৈরি হয়েছিল, আজ সিএএ নিয়ে ঘোষণা করতে পারেন মোদী। তবে তা হয়নি। অবশ্য সুকান্ত এবং শুভেন্দুর সঙ্গে নাকি এই নিয়ে কথা হয়েছে মোদীর। (আরও পড়ুন: লোকসভা ভোটে বাংলায় এগিয়ে BJP না TMC? আসন ধরে ধরে জানুন কে জিতবে কোথায়, যা বলছে সমীক্ষা…)

আরও পড়ুন: ছিল না সিএএ-র উল্লেখ, কৃষ্ণনগরের সভাতেও মোদীর গলায় সন্দেশখালি, দুর্নীতি ইস্যু

প্রসঙ্গত, বাংলায় আসার আগের দিন গভীর রাত পর্যন্ত শাহ, নড্ডা, রাজনাথদের সঙ্গে বৈঠক করেন মোদী। রিপোর্ট অনুযায়ী, গত ২৯ ফেব্রুয়ারি বিজেপির শীর্ষ নেতৃত্ব এক বৈঠকে বসেছিল। ১৭টি রাজ্যের কোর টিম গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখাও করেন এই বৈঠকের আগে। এই আবহে গভীর রাতের সেই বৈঠকেই নাকি বহু আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। রিপোর্টে দাবি করা হয়, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা, রাজস্থান, ত্রিপুরার মতো রাজ্যগুলির ৫০ শতাংশ আসনের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। আজ বা আগামিকালের মধ্যে এই সব আসনের প্রার্থী তালিকা ঘোষণাও করে দিতে পারে বিজেপি। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে যে সব আসনে আগেরবার বিজেপি জেতেনি, সেই সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। (আরও পড়ুন: ‘অস্বস্তির’ নাম সন্দেশখালি, শাহজাহান কাঁটায় কি বসিরহাট লোকসভা আসনে হারবে তৃণমূল?)

আরও পড়ুন: ‘রেলে দ্বিগুণ বরাদ্দ… আসবে বিনিয়োগ, হবে চাকরি’, বাংলাকে স্বপ্ন দেখালেন মোদী

এদিকে আজ কৃষ্ণনগর থেকেও বাংলরা ৪২টি আসনে পদ্ম ফোটানোর ডাক দিলেন মোদী। এর আগে অমিত শাহ এসে রাজ্যের ৩৫টি আসনে জয়ের বার্তা দিয়েছিলেন। আর মোদীর গলায় আজ শোনা যায় সব আসন জেতার বার্তা। এদিকে আজ তৃণমূলকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে। তাই এবার বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটা উচিত। এই বার এনডিএ সরকার ৪০০ পার। এখন তো টিএমসি-র অর্থ বদলে গিয়েছে। টিএমসি-র অর্থ : তু, ম্যাঁ, করাপশন হি করাপশন।’ দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘এই তৃণমূল সরকার প্রতিটি স্কিমকে স্ক্যামে পরিণত করে দেয়। তবে মোদীর গ্যারান্টি, আগামী ৫ বছর ফ্রি রেশন দেবে। তবে তৃণমূল তাতেও নিজেদের স্টিকার লাগায়। রেশন চুরি করতেও তারা পিছ পা হয় না।’