Kolkata Airport: আধ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিমান, মেট্রো-সমীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা এয়ারপোর্টে

বড়সর সিদ্ধান্ত নিল কলকাতা এয়ারপোর্ট। বিকালের দিকে অন্তত পাঁচদিন ধরে বিমান ওঠানামা স্থগিত করার সিদ্ধান্ত। কারণ বারাসত মেট্রো লাইনে ওই সময়টাতে ড্রোন দিয়ে সমীক্ষা চালানো হবে। সেকারণেই ওই নির্দিষ্ট সময়টাতে বিমান ওঠানামা বন্ধ করা হবে। সূত্রের খবর, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে। তবে মেট্রোর কাজের অগ্রগতি সম্পর্কে জানার জন্য় ড্রোন সার্ভে করাটাও অত্যন্ত দরকার। সেই নিরিখেই এবার ড্রোন সমীক্ষা করা হবে। তবে বিমানবন্দরের কাছে এই সমীক্ষা হওয়ার কারণে এবার বিমান ওঠানামার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। 

নোয়াপাড়া-বারাসত লাইনের উপর এই ড্রোন সার্ভে করা হবে। আর আকাশপথে দেখতে গেলে এই রুটেই যায় একাধিক বিমান। সেক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। 

নিউ ব্যারাকপুর ও  বারাসতের মধ্য়েই মেট্রোর এই কাজ হচ্ছে। আর সেই পথে আকাশ থেকে সার্ভে করা হবে। দুপুর ১টা থেকে দেড়টার মধ্য়ে এই সার্ভে হবে। আগামী ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত এই সমীক্ষা করা হচ্ছে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেই নিরিখে দিনের ওই নির্দিষ্টি সময়ে বিমান চলাচল স্থগিত করা হবে। যাত্রী সুরক্ষাকে নিশ্চিত করার জন্য়ই এই উদ্যোগ। 

কিন্তু বিমান বন্ধ রাখা হচ্ছে কেন? আসলে নিউ ব্যারাকপুর ও মধ্য়মগ্রামের মধ্য়ে যে লাইন রয়েছে তার উপর দিয়েই আকাশপথে যায় একাধিক বিমান। সেকারণেই আপাতত বিমান চালানো স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে কথা বলার পরেই দিনের ওই নির্দিষ্ট সময়টাতে বিমান চালানো স্থগিত রাখা হচ্ছে। মূলত যেটা দেখা হচ্ছে যাতে কম সংখ্যক বিমান চালানো ক্ষতিগ্রস্ত হয়। সেকারণেই দিনের ওই নির্দিষ্ট সময়কে বেছে নেওয়া হয়েছে। ওই সময়ে আকাশপথে হবে সার্ভে। ড্রোন দিয়ে হবে সার্ভে। আর সেই সার্ভে চলাকালীন কোনও  বিমান চালানো হবে না। সুরক্ষার স্বার্থেই এটা করা হচ্ছে বলে খবর।