Nitin Gadkari: এয়ারপোর্টে গিয়েই মোদীর সঙ্গে দেখা করলেন গডকরি, নাম নেই প্রথম প্রার্থী তালিকায়

প্রদীপ মৈত্র

লোকসভা ভোটের প্রথম তালিকায় নাম নেই নীতিন গডকরির। এরপরই এনিয়ে জোর শোরগোল। কেন্দ্রীয় মন্ত্রী। দুবারের এমপি। সোমবার নাগপুর বিমানবন্দরে তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তেলেঙ্গানা যাওয়ার সময় এই বিমানবন্দরে নেমেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মোদীর সঙ্গে দেখা করেন। এদিকে প্রথম তালিকায় সব মিলিয়ে ১৯৫জন প্রার্থী রয়েছেন। মোদী,  রাজনাথ সিং, অমিত শাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ নাম রয়েছে। কিন্তু গডকরির নাম নেই। 

এদিকে গডকরির সঙ্গে মোদীর কী কথা হয়েছে তা নিয়ে বিজেপির তরফে কিছু জানানো হয়নি। তবে এটা মনে করা হয়েছে প্রার্থী তালিকায় তাঁর অনুপস্থিতি নিয়ে কথা হয়ে থাকতে পারে। 

তবে সূত্রের খবর, শহরের বিজেপি কর্মীদের আস্থা ছিল নীতিনের উপর। কিন্তু তারপরেও কেন এমন হল? শহরের বিজেপি নেতা বান্টি কুকড়ে জানিয়েছেন, আমরা সকলে মিলে গডকরির নাম পাঠিয়েছিলাম। তিনি সিনিয়র মেম্বার। তিনি যে টিকিট পাবেন এটা একরকম নিশ্চিত। এটা নিয়ে বলতেই পারি। তিনি জানিয়েছেন দেশ গঠনে ১০ বছর ধরে মোদীর নির্দেশে কাজ করছে নীতিন। তিনি এবারও টিকিট পাবেন। 

অন্যদিকে অপর প্রতিবেদনে জানা গিয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লোকসভা নির্বাচনের জন্য ১৯৫ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশের একদিন পরে, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিকে তালিকায় অন্তর্ভুক্ত না করার জন্য বিজেপির সমালোচনা করেছেন।

রবিবার এক সভায় উদ্ধব ঠাকরে বলেন, আমরা প্রমোদ মহাজন এবং গোপীনাথ মুন্ডের জন্যই বিজেপিকে চিনতাম। তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল এবং মহাজনকে বিজেপি-শিবসেনা জোটের স্থপতি বলা হত। পরে এসেছিলেন গডকড়ী। আমরা মোদী-শাহের মতো নাম জানতাম না। তিনি (গডকড়ি) মুম্বই পুনে এক্সপ্রেসওয়ে এবং মুম্বইয়ে ৫৫ টি ফ্লাইওভার তৈরি করে অনেক ভাল কাজ করেছেন। তিনি কট্টর বিজেপি লোক হলেও প্রথম প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় অভিযুক্ত কৃপাশঙ্কর সিংকে কীভাবে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

উদ্ধব ঠাকরে বলেন, দিল্লিতে সরকার গঠনে মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং গত নির্বাচনে শিবসেনা ও বিজেপি ৪২টি আসন জিতেছিল, যা কেন্দ্রে এনডিএ সরকারের পথ প্রশস্ত করেছিল। মহারাষ্ট্র থেকে আসন ছাড়া এনডিএ ২৫০ আসন পেরোতে পারত না বলে দাবি করে তিনি বলেন, এবার বিজেপি আব কি বার, ৪০০ পার স্লোগান দিয়েছে, কিন্তু আমি বলব, আব কি বার, বিজেপি তাদিপার (পলাতক)।