Shardul Thakur Shines In All Round Performance As Mumbai Thrash Tamil Nadu To Reach Ranji Trophy 2024 Final

মুম্বই: মাত্র তিনদিনেই শেষ হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল। ঘরের মাঠে তামিলনাড়ুকে উড়িয়ে দিয়ে রেকর্ড ৪৮তম বার রঞ্জির (Ranji Trophy 2024) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল মুম্বই। রেকর্ড চ্যাম্পিয়নদের জয়ের নায়ক অবশ্যই শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ম্যাচে অনবদ্য শতরান করার পাশাপাশি চার উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা হন। তবে শামস মুলানিও তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দরদের মাত্র ১৬২ রানেই অল আউট করে দিলেন। ইনিংস এবং ৭০ রানের বড় ব্যবধানে জয় পেল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই দল।

দ্বিতীয় দিনের শেষে শার্দুলের শতরানের পর তনুষ কোতিয়ান এবং তুষার দেশপাণ্ডের লড়াকু অর্ধশতরানের পার্টনারশিপে ৩৫০ রানের গণ্ডি পার করে ফেলেছিল। দিনশেষ করেছিল নয় উইকেটের বিনিময়ে ৩৫৩ রানে। গত রাতের রানের সঙ্গে আরও ২৫ রান যোগ করার পরেই তুষারকে ২৬ রানে আউট করেন ওয়াশিংটন সুন্দর। ১০ ব্যাটে নেমে তনুষের নাগাড়ে দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকানোর বড় সুযোগ হাতছাড়া হয়। তিনি ৮৯ রানেই অপরাজিত থেকে যান। 

ব্যাটে নেমে তামিলনাড়ুর হয়ে দ্বিতীয় ইনিংসে তো কেউ তেমন লড়াইই গড়ে তুলতে পারেননি। একমাত্র বাবা ইন্দ্রজিৎ চার নম্বরে নেমে ৭০ রানের ইনিংস খেলেন। সাই সুদর্শন, নারায়ণ জগদীশান এবং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে তৈরি তামিলনাড়ু টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়। প্রদশ রঞ্জন পাল, বিজয় শঙ্কর এবং অধিনায়ক সাই কিশোর ইনিংসের শুরুটা মন্দ করেননি। তিনজনে যথাক্রমে ২৫, ২৪ ও ২১ রানের ইনিংস খেলেন। কিন্তু কেউই বড় রান করতে পারেননি। মুম্বইয়ের হয়ে শামস মুলানি চার উইকেট উইকেট নেন। পাশাপাশি বাকি বোলাররাও নিজেদের মধ্যে উইকেট ভাগাভাগি করে নেন।

 

শার্দুল, মোহিত এবং তনুষ দুইটি করে উইকেট নেন। বিদর্ভ না মধ্যপ্রদেশ, ফাইনালে প্রতিপক্ষ কে হবে, এবার সেটারই জানার অপেক্ষায় রাহানেরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: কনকনে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, পঞ্চম টেস্টে ভারতের চ্যালেঞ্জ ধর্মশালার পরিবেশ