গুলশানে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর গুলশান ২ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে রশিদুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি রুফস অপেরেটর ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট গুলশান থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাকিব মিয়া বলেন, গুলশানে বোরাক রিয়েল স্টেটের অ্যাপ্র পলিশ প্রজেক্টের নির্মাণাধীন বিশ তলা ভবনে কাজ করছিলেন রশিদুল। সেসময় রুপস দিয়ে নিজ থেকে সিমেন্ট উঠানোর সময় রুপসসহ তিনি নিচে পড়ে যান। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

মৃত রশিদুল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।