Health Update: ফ্রিজে রাখলেই কি শাক জীবাণুমুক্ত থাকে ?

<p><strong>কলকাতা: </strong><span style="font-weight: 400;">খাবার টাটকা রাখতে অনেকেই ফ্রিজে রাখেন। খাবারের পাশাপাশি ফ্রিজই ঠিকানা বিভিন্ন শাকসবজি। ফ্রিজে ঠিকভাবে রাখলে সেগুলি শুকিয়ে যায় না (Health Tips)। অন্যদিকে টাটকাও থাকে অনেকদিন। কিন্তু ব্যাকটেরিয়ামুক্ত থাকে কি ? সম্প্রতি এক গবেষণা এই ব্যাপারে নেতিবাচক উত্তর দিল। জানা গেল লেটুসপাতা বাদে আর কোনওকিছুই ফ্রিজে নিরাপদ থাকে না। বাঁধাকপি থেকে নানারকম শাক, তার কোনওটাই নিরাপদ নয় ফ্রিজে। সংক্রমণের আশঙ্কা থাকে সবজিতে। সংক্রমণ হয়ও। লেটুস পাতাতেই শুধু সেই সংক্রমণ হয় না বলে জানা গিয়েছে গবেষণায়।</span></p>
<p><strong>শাকসবজির গায়ে &lsquo;পোকা&rsquo;</strong></p>
<p><span style="font-weight: 400;">এই পোকা খুব ছোট্ট। আকারে এতটাই ছোট্ট যে চোখে দেখা যায় না। আর তাই সহজেই সংক্রমণ ছড়াতে পারে। ব্যাকটেরিয়াটি হল ই কোলাই (E. Coli)। শাকসবজিতে ই কোলাইয়ের সংক্রমণ দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। ফ্রিজের তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে কম হয়। আর কম তাপমাত্রায় বেশ কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। তার পর সরাসরি আক্রমণ করে শাকসবজিগুলিকে (Health Update)। প্রসঙ্গত, মানুষের পেটের কোলনে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়।&nbsp;</span></p>
<p><strong>কী ক্ষতি করে এই ব্যাকটেরিয়া&nbsp;</strong></p>
<p><span style="font-weight: 400;">গবেষকদের কথায়, এই ব্যাকটেরিয়া সাধারণভাবে মানুষের ক্ষতি করে না। তবে কিছু সময় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। মাঝে মাঝে অনেকে ভয়ঙ্কর পেট খারাপে ভোগেন। শয্যাশায়ী হয়ে পড়েন। সেই সমস্যার পিছনে কখনও কখনও দায়ী থাকে ই কোলাই। এমনকি খাবার থেকে শরীরে বিষক্রিয়ার পিছনেও এর ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে।</span></p>
<p><strong>কীভাবে গবেষণা ?</strong></p>
<p><span style="font-weight: 400;">গবেষণার (Research News) জন্য ইলিয়নস বিশ্ববিদ্যলয়ের গবেষকরা পাঁচ ধরনের শাক নিয়ে একটি পরীক্ষা করেন। তার মধ্যে ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে তিনরকম তাপমাত্রায় রাখেন। প্রথমে ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। এর পর ২০ ডিগ্রি ও শেষে ৩৭ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয় সবজিগুলিকে। দেখা যায়, এক লেটুসপাতা বাদ দিয়ে বাকি সবকটিই সংক্রমিত হচ্ছে।&nbsp;</span></p>
<p><span style="font-weight: 400;">ইলিয়নস বিশ্ববিদ্যালয়ের ডক্টোরাল স্টুডেন্ট মেঙ্গি ডঙ সংবাদমাধ্যম পিটিআই-কে বলেন, ঘরের সাধারণ উষ্ণতায় লেটুস পাতায় থাকা ই কোলাই ব্যাকটেরিয়া খুব দ্রুত বাড়তে থাকে। কিন্তু ফ্রিজের ঠান্ডায় সেটি তেমনভাবে&nbsp; বাড়ে না। কিন্তু একই জিনিস অন্য শাক যেমন কেল, বাঁধাকপির ক্ষেত্রে হয় না। সেগুলিতে ই কোলাই সক্রিয় থেকে যায়।</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>আরও পড়ুন -</strong> </span><a href="https://bengali.abplive.com/lifestyle/prostate-cancer-treatment-may-change-as-ai-reveals-new-way-of-diagnosing-disease-1050843"><strong>Prostate Cancer: প্রস্টেট ক্যানসারের চেনার নয়া ধরন &lsquo;বলে দিল&rsquo; AI, আমূল বদল আসবে চিকিৎসায় ?</strong></a></p>