Indian Killed in Israel: ইজরায়েলে আছড়ে পড়া মিসাইলে নিহত ১ ভারতীয়, আহত ২, হামলার নেপথ্যে কারা?

গত কয়েক মাস ধরে ইজরায়েল বনাম হামাস যুদ্ধে সরগরম মধ্যপ্রাচ্য। তারই মাঝে এবার ইজরায়েলে এক ভারতীয়ের মৃত্যুর দুঃসংবাদ উঠে এল। কেরলের বাসিন্দা পত্নিবিন ম্যাক্সওয়েল ইজারায়েলের বুকে আছড়ে পড়া মিসাইলে নিহত হয়েছেন বলে খবর। এছাড়াও ওই মিসাইল হামলায় আহত হয়েছেন ২ জন। জানা গিয়েছে, লেবানন থেকে ওই মিসাইল হামলা চলেছে।

কেরলের কোল্লাম জেলার বাসিন্দা পত্নিবিন ম্যাক্সওয়েল। ইজরায়েলে আছড়ে পড়া মিসাইল হামলায় তাঁর মৃত্যুর পর, তাঁর দেহ শণাক্তকরণ করা হয় ইজরায়েলের জিভ হাসপাতালে। জানা গিয়েছে, ইজরায়েলের উত্তর সীমান্তে এক এলাকার জমিতে এই মিসাইল এসে পড়ে। সেখানেই মারা যান এই ভারতীয়। ইজরায়েলের মার্গালিয়টে একটি কৃষিজমিতে ওই মিসাইল আছড়ে পড়েছে বলে খবর। ঘটনা সোমবার ১১ টা নাগাদ হয়েছে। এদিকে, কেরলের বাসিন্দা ম্যাক্সওয়েল ছাড়াও বুশ জোসেফ জর্জ ও পল মেলভিন নামের ২ জন আহত হয়েছেন ঘটনায়। আহত অবস্থায় তাঁদের হাসাপাতালে ভর্তি করা হয়। আপাতত হাসপাতালে চলছে তাঁদের চিকিৎসা।

ইজরায়েলের অফিসারদের তরফে বলা হয়েছে, ‘মুখ ও শরীরে আঘাতের পর জর্জকে পেটাহ টিকভার বেইলিনসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একটি অপারেশন হয়েছে, সুস্থ হয়ে উঠছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভারতে তাঁর পরিবারের সাথে কথা বলতে পারেন। ’ এদিকে, জানা গিয়েছে, মেলভিন সামান্য আহত হয়েছিলেন এবং উত্তর ইসরায়েলি শহর সাফেদের জিভ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা।

কারা চালিয়েছে হামলা?

জানা যাচ্ছে, লেবাননের হিজবোল্লা গোষ্ঠীর হামলায় এই মিসাইল আছড়ে পড়ে। উল্লেখ্য, শিয়া গোষ্ঠীর এই সংগঠন এর আগেও ইজরায়েলের জমি তাক করে মিসাইল, রকেট, ড্রোন লঞ্চ করেছে। গত ৮ অক্টোবর থেকে প্রায় প্রতিনিয়ত ইজরায়েলের উত্তর সীমান্ত বরাবর এই গোষ্ঠী ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ওই সময়কাল থেকেই হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাত শুরু হয়। এর কিছুদিন পরই গাজা ভূখণ্ডে প্রবেশ করে ইজরায়েল। এরপর থেকে আর পিছু হঠেনি নেতানিয়াহুর দেশ। এদিকে, গাজা যুদ্ধ নিয়ে মুখ খুলেছে ভারত।

গাজা যুদ্ধ নিয়ে কী বলছে ভারত?

 

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ সদ্য গাজা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। রাষ্ট্রসংঘে সাধারণ সভায় তিনি এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন,’ ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে ব্যাপক হারে অসামরিক মানুষের জীবনহানি হয়েছে, বিশেষ করে নারী ও শিশুদের। এটি কেবল অগ্রহণযোগ্য।’