‘Paisa Kamao, Par Sirf IPL Khel Ke Nahi’: Praveen Kumar On Shreyas Iyer-Ishan Kishan Contro Get To Know

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষাণকে (Ishan Kishan) নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। বোর্ডের নির্দেশের পরও ঘরোয়া ক্রিকেট না খেলার খেসারত দিতে হয়েছে ২ তরুণ ক্রিকেটারকে। চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাঁদের। দেশের জার্সিতে না খেলে আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন তাঁরা, এমনই অভিযোগ উঠেছে শ্রেয়স ও ঈশানের দিকে। এবার ২ ক্রিকেটারকে বার্তা দিলেন জাতীয় দলের প্রাক্তন পেস বোলার প্রবীন কুমার (Praveen Kumar)। 

এক সাক্ষাৎকারে প্রাক্তন ডানহাতি এই পেসার জানান, ”টাকা পয়সা কামাও। এতে কেউ বারণ করেনি। টাকা পয়সা সবাই কামাতে আসে। কিন্তু এমনভাবেও নয় যে দেশের জার্সিতে খেলাকে তুমি প্রাধান্য দিচ্ছ না। তুমি ঘরোয়া ক্রিকেট খেলছ না। এখন এই ধারণাটা অনেক ক্রিকেটারের মধ্যে চলে এসেছ। যে আমি এক মাস আগে বিশ্রাম নিয়ে নেব। এরপর আইপিএল খেলে নেব। এটা পুরোটাই নিজের মানসিকতার ওপর। টাকা পয়সা গুরুত্বপূর্ণ। কিন্তু তা বলে দেশকে সবার আগে রাখতে হবে।” 

আইপিএল তরুণ ক্রিকেটারদের অনেক সাহায্য করছে বলেও মনে করেন প্রবীন। তিনি বলছেন, ”২০০৮ সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই থেকে অনেক তরুণ ক্রিকেটার খেলে আসছে এই টুর্নামেন্টে। বিশ্বের বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পায় তরুণ ক্রিকেটাররা। আগের থেকে টুর্নামেন্টেপ ব্যাপ্তি এখন অনেক বেড়েছে।”

এদিকে খারাপ সময়ে শ্রেয়সের পাশে দাঁড়ালেন সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় ওপেনার তাঁর কলামে লিখেছেন, ‘বোর্ড কয়েকদিন আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে আর সেখানে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের নাম নেই। মনে করা হচ্ছে, রঞ্জি ট্রফি না খেলার জন্য তাঁরা বাদ পড়েছেন। জানি না কেন ঈশান ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলল না। তবে শ্রেয়স সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে খেলছে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই শ্রেয়স রঞ্জি ট্রফি খেলেছে। তাই এটা বলা যায় না যে, শ্রেয়স একেবারেই রঞ্জি ট্রফি খেলতে চায়নি।’ কিংবদন্তি ভারতীয় ওপেনার আরও জানান, ‘ও কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলেনি। তবে ঠিক সেই সময়েই পিঠের সমস্যার জন্য ও তৃতীয় টেস্টেও খেলতে পারবে না বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিল। বেশিক্ষণ ব্যাট করলেই ওর পিঠে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিল।’